Home National Severe Water Scarcity In 2050: ২০৫০ সালে জলশূন্য হয়ে যাবে ভারত, বলছে রিপোর্ট

Severe Water Scarcity In 2050: ২০৫০ সালে জলশূন্য হয়ে যাবে ভারত, বলছে রিপোর্ট

by Mahanagar Desk
3 views

মহানগর ডেস্ক: ২০৫০ সালে ভারতে এতবেশি উষ্ণতা দেখা দেবে যে এই দেশে কোনও মানুষ বাস করতে পারবে না, এক দশক আগে এমন রিপোর্টের পর এবার ওই বছরে তীব্র জলাভাবের (Severe Water Scarcity In 2050) ইঙ্গিত দিয়েছে রাষ্ট্রসঙ্ঘের একটি রিপোর্ট । রিপোর্টে বলা হয়েছে ২০১৬ সালে ভারতে (India) তীব্র জল সঙ্কটের মুখে পড়া মানুষের সংখ্যা ৯৩৩ মিলিয়ন থেকে ২০৫০ সালে সেই সংখ্যা ১.৭ বিলিয়ন থেকে ২.৪ বিলিয়নের মধ্যে পৌঁছতে পারে।

ওয়াটার কনফারেন্সে রাষ্ট্রসঙ্ঘের ওয়াটার ডেভেলপমেন্ট রিপোর্ট ২০২৩- পার্টনারশিপস অ্যান্ড কোঅপারেশন ফর ওয়াটার বেরিয়েছে। রিপোর্টে জানানো হয়েছে এশিয়ার আশি শতাংশ মানুষ ভয়ঙ্কর জলকষ্টের শিকার হবেন।বিশেষ করে চিনের উত্তরপূর্বে যাঁরা বাস করেন এবং ভারত ও পাকিস্তানের মানুষ সরাসরি এর কবলে পড়বেন। ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল অড্রে আজোউলে জানিয়েছেন সারা বিশ্বজুড়ে সম্ভাব্য তীব্র জলকষ্ট থেকে মুক্তি পেতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া দরকার। জল সবার জন্য অতীব প্রয়োজনীয় জিনিস। এ কারণে সবাইকে একসঙ্গে এর মোকাবিলায় এগিয়ে আসতে হবে। রিপোর্টে জানানো হয়েছে বিশ্বজুড়ে দু বিলিয়ন মানুষ নিরাপদ পানীয় জল খেতে পান না। ৩.৬ বিলিয়ন মানুষ নিরাপদ নিকাশি ব্যবস্থার সুযোগ থেকে বঞ্চিত। রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরে রিপোর্ট পেশ করার আগে রিপোর্টের প্রধান সম্পাদক রিচার্ড কন্নোর সাংবাদিকদের জানান, অনিশ্চয়তা ক্রমেই বেড়ে চলেছে। তিনি বলেন, এই আসন্ন ভয়ঙ্কর সমস্যা যদি সমাধানের ব্যাপারে সবাই উদ্যোগ না নেওয়া হয়, তাহলে এটা সারা বিশ্বে সঙ্কটের কারণ হয়ে দাঁড়াবে। শহর, শিল্পে ও কৃষিক্ষেত্রে বিকাশের ক্ষেত্রে জল পাওয়া যেমন কমতে থাকবে,তেমনই হু হু করে বাড়তে থাকবে চাহিদা। এই তিনটি ক্ষেত্রে বিশ্বের জল সরবরাহের সত্তর শতাংশ কাজে লাগে।

হুঁশিয়ারি দিয়েছেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও। রিপোর্টে তিনি বলেছেন জল হচ্ছে মানুষের জীবন। বেঁচে থাকার জন্য জল অতীব গুরুত্বপূর্ণ। মানুষের স্বাস্থ্যরক্ষা থেকে বিকাশ, সমৃদ্ধি-সব ক্ষেত্রেই এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যা মানুষ ও পৃথিবীর পক্ষে সমান গুরুত্বপূর্ণ। মানব সমাজ অন্ধের মতো এক বিপজ্জনক পথে হাঁটা শুরু করেছে। জলের বেলাগাম অপচয়, অতিরিক্ত উন্নয়ন ও যথেচ্ছ ব্যবহার, পরিবেশ দূষণ বিশ্বকে ভয়ঙ্কর বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন গুতেরেস।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved