Home National নির্বাচনী বন্ডের তথ্য কবে প্রকাশ্যে আসবে? জানালেন মুখ্য নির্বাচন কমিশনার

নির্বাচনী বন্ডের তথ্য কবে প্রকাশ্যে আসবে? জানালেন মুখ্য নির্বাচন কমিশনার

by Mahanagar Desk
55 views
মহানগর ডেস্ক : সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী নির্বাচনী বন্ডের যাবতীয় তথ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নির্বাচন কমিশনের হাতে এই তথ্য প্রকাশ করার জন্য শুক্রবার বিকাল পর্যন্ত সময় আছে। প্রশ্ন হল, সেই সময়ের মধ্যে কি এই তথ্য ওয়েবসাইটে প্রকাশ করবে ভারতের নির্বাচন কমিশন?
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার  জানিয়ে দিলেন, ইলেক্টোরাল বন্ডের তথ্য সঠিক সময়েই কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অর্থাৎ শুক্রবার ১৫ মার্চ নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশ করা হবে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে।  জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বুধবার জানিয়েছেন,”কমিশন সব সময় স্বচ্ছতার পক্ষে। যথা সময়েই নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করে দেওয়া হবে।”
আপাতত ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে কাশ্মীরে রয়েছেন রাজীব কুমার। সেখানেই তিনি বলেন, “এসবিআই সময়মতোই সব তথ্য আমাদের দিয়েছে। আমরা তা পেয়েছি। আমরাও সময়মতোই তা প্রকাশ করব।”
প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাটপরই শীর্ষ আদালত ভারতীয় স্টেট ব্যাঙ্ককে ৬ মার্চের মধ্যে নির্বাচনী বন্ডের যাবতীয় তথ্য জাতীয় নির্বাচন কমিশনকে দেওয়ার নির্দেশ দেয়। নির্দেশে বলা হয় এই তথ্য জনসমক্ষে আনবে কমিশন। তবে নির্ধারিত সময়সীমার মাত্র ২ দিন আগে ৪ মার্চ শীর্ষ আদালতে এসবিআই জানায়, ওই সময়সীমার মধ্যে বন্ডের তথ্য দেওয়া সম্ভব নয় তাদের পক্ষে। ওই তথ্য জমা দিতে আগামী ৩০ জুন পর্যন্ত সময় লাগবে। পালটা এসবিআইকে শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয়, ১২ মার্চের মধ্যেই ওই তথ্য জমা দিতে হবে। সেটা ১৫ মার্চের মধ্যে কমিশন নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করবে। শীর্ষ আদালতের সেই নির্দেশ মেনে স্টেট ব্যাঙ্ক নির্বাচন কমিশনকে সব তথ্য মঙ্গলবার, ১২ মার্চ জমা দিয়ে দিয়েছে। এবার কমিশনের পালা সেই তথ্য প্রকাশ করার। নির্বাচন কমিশনার জানিয়ে দিলেন শুক্রবারের মধ্যেই সেই তথ্য প্রকাশিত হবে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved