নয়াদিল্লি: আগামী সপ্তাহে নয়া দিল্লিতে জি ২০ শীর্ষ সম্মেলনে বসছে চাঁদের হাট। ৯ ও ১০ সেপ্টেম্বর নয়া দিল্লিতে হবে এই বৈঠক। বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে এই সম্মেলনে। বিশ্বের ২০টি বড় অর্থনীতির দেশ এবং গোষ্ঠীর নেতারা থকবেন এই বৈঠকে। চিন এবং রাশিয়ার রাষ্ট্রপ্রধানরা অবশ্য এই সম্মেলনে যোগ দিচ্ছেন না। ্তবে তাঁদের পরিবর্তে
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শীর্ষ সম্মেলনে দুদিন আগেই অর্থাৎ ৭ সেপ্টেম্বর ভারতে আসছেন। শীর্ষ সম্মেলনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন কোভিড আক্রান্ত হওয়ার কারণে তিনি আসছেন না। ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ মঙ্গলবারই শীর্ষ সম্মেলনে যোগদান করার কথা জানিয়েছেন। সামরিক ক্ষেত্র-সহ, গত কয়েক বছরে ভারত ও ফ্রান্সের মিত্রতার প্রেক্ষিতে পিএম মোদীর সাথে তাঁর একপ্রস্থ আলোচনা হতে পারে।
ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনক অংশ নেবেন জি ২০ সম্মেলনে। ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই তাঁর প্রথম ভারতে আসা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আসছেন নয়া দিল্লিতে। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ এক জার্মান রেডিয়ো চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জি২০ সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জি২০ সম্মেলনে আসছেন।
দক্ষিণ কোরিয় প্রেসিডেন্ট ইউন সুক-ইয়ো আসছেন এই সম্মেলনে। উত্তর কোরিয়া ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলা এবং পারমাণবিক হামলার হুমকি প্রসঙ্গে আলোচনা হতে পারে। অস্ট্রেলিয় প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ আসছেন বৈঠকে। দক্ষিণ আফ্রিকান প্রেসিডেন্ট সিরিল রামাফোসা গত মাসে ব্রিকস সম্মেলনের সময়ই তিনি জানিয়েছিলেন জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা জানান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, আর্জেন্টাইন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ, চিনের প্রধানমন্ত্রী লি কিয়াং, সৌদি আরবের শাহজাদা মহম্মদ বিন সালমান, বাংলাদেশী প্রধানমন্ত্রী শেখ হাসিনা,নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু, যোগ দিচ্ছেন বৈঠকে।