Home National দেশে কবে চালু হচ্ছে CAA, লোকসভার আগে বড় ঘোষণা করে দিলেন অমিত শাহ

দেশে কবে চালু হচ্ছে CAA, লোকসভার আগে বড় ঘোষণা করে দিলেন অমিত শাহ

by Shreya Maji
13 views

মহানগর ডেস্ক:  নাগরিকত্ব সংশোধনী আইন বা  CAA নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। বলা ভালো এই নিয়েই রাজনৈতিক মহলে নতুন করে ঝড় উঠেছে। কয়েকদিন আগেই বিজেপি নেতা শান্তনু ঠাকুর জানিয়েছিলেন কবে বাংলা সহ দেশে চালু হবে নাগরিকত্ব সংশোধনী আইন। এই বিষয় নিয়ে এবার বড় তথ্য দিলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন  ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই দেশে চালু হবে CAA ।

শনিবার একটি বাণিজ্য সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য রাখার সময়েই এই তথ্য দিয়েছেন অমিত শাহ।  নাগরিকত্ব সংশোধনী  আইন (সিএএ) সম্পর্কে শাহ  বলেছেন, “২০১৯ সালে এই আইন তৈরি হয়ে গিয়েছে। লোকসভা নির্বাচনের আগেই এই আইন কার্যকর করা হবে। শীঘ্রই এই সংক্রান্ত নিয়ম জারি করা হবে।”  এর পরেই তিনি বলেছেন, “আমাদের মুসলিম ভাইদেরকে বিভ্রান্ত করা হচ্ছে এবং  সিএএ-র বিরুদ্ধে  প্ররোচিত করা হচ্ছে। সিএএ শুধুমাত্র পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশে নিপীড়নের মুখোমুখি হয়ে ভারতে আসা ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়ার জন্য। এটি কারও ভারতীয় নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়।”  স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণা যে রাজনৈতিক মহলে নতুন করে ঝড় তুলবে তাক আর বলার অপেক্ষা রাখে না। এখানেই শেষ নয় আসন্ন ভোটে বিজেপি দেশে কতগুলি আসন পাবে সেই সংখ্যাও জানিয়ে দিয়েছেন।

লোকসভা ভোটের আগে আসন পাওয়া নিয়ে এদিন অমিত শাহ জানিয়েছেন, “আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি  ৩৭০ আসন এবং এনডিএ  ৪০০টিরও বেশি আসন পাবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করবে।” তিনি আরও বলেছেন্ম, “আমরা সংবিধানের  ৩৭০ অনুচ্ছেদ বাতিল করেছি, যা পূর্ববর্তী জম্মু ও কাশ্মীর রাজ্যকে একটি বিশেষ মর্যাদা দিয়েছিল।  তাই আমরা বিশ্বাস করি যে দেশের জনগণ বিজেপিকে ৩৭০টি আসন এবং এনডিএকে  ৪০০টিরও বেশি আসন দিয়ে আশীর্বাদ করবে।” এদিনের বক্তব্যে শাহের কথায় উঠে এসেছে রামমন্দিরের প্রসঙ্গও। অযোধ্যায় রাম মন্দির প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশের মানুষ ৫০০-৫৫০ বছর ধরে বিশ্বাস করে যে, যেখানে ভগবান রামের জন্ম হয়েছিল সেখানেই মন্দির তৈরি করা উচিত। তবে, তুষ্টির রাজনীতির কারণে এবং আইনশৃঙ্খলার উদ্ধৃতি দিয়ে, রাম মন্দির নির্মাণের অনুমতি দেওয়া হয়নি।”

উল্লেখ্য, কোভিডের আগে দেশ জুড়ে সিএএ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল। এই আবহে আইনটি কার্যকর হলেও তা প্রয়োগ করা হয়নি। শাহ দাবি করেছিলেন, কোভিড চলে গেলেই সিএএ-র নিয়ম তৈরি করে তা প্রয়োগ করা হবে। এদিকে রিপোর্ট অনুযায়ী, বাড়িতে বসেই মোবাইল থেকে কোনও নথি জমা না দিয়েই সিএএ-র জন্যে আবেদন করা গেলেও সেই ব্যক্তির দাবির বিষয়টি খুব সম্ভবত খতিয়ে দেখবে সংশ্লিষ্ট জেলা প্রশাসন। এদিকে পোর্টালের মাধ্যমে আবেদন করার নিয়ম থাকায়, বিষয়টি স্বচ্ছ হবে বলেও আশা করা হচ্ছে।গত ২৭ ডিসেম্বর কলকাতায় এসে অমিত শাহ বলেছিলেন, “সিএএ প্রয়োগ করা হবেই। কোনও শক্তি CAA কে ঠেকাতে পারবে না।” উল্লেখ্য, ২০১৯-২০২০ সালে সিএএ-র বিরোধিতায় রাস্তায় নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ঠাকুরনগরে এক ধর্মীয় সভা এবং বেশ কয়েকটি জনসভা থেকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরও দাবি করেছিলেন, লোকসভা ভোটের আগে সিএএ প্রয়োগ করা হবে। আর এবার ভোটের মুখে শাহ জানিয়ে দিলেন, শীঘ্রই সিএএ কার্যকর হবে দেশে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved