মহানগর ডেস্ক: একেবারেই উধাও হয়ে গিয়েছে শীত। কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প প্রবেশের কারণেই এই তাপমাত্রার হেরফের। সামনেই রয়েছে সরস্বতী পুজো। তার আগে কমবে কি তাপমাত্রা। আবারও পড়বে কি কনকনিয়ে ঠাণ্ডা জেনে নিন কি বলছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আর সেই জাঁকিয়ে ঠাণ্ডা পরার সম্ভাবনা একেবারেই নেই। তবে তপামাত্রা আগামী সপ্তাহে কিছুটা কমবে। সেই সঙ্গেই মেঘলা আকাশ থাকবে। তবে আর নতুন করে বঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশা থাকবে দুই বঙ্গেই অল্প বিস্তর। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই কুয়াশার দাপট কমে যাবে। সরস্বতী পুজোর আগে আবহাওয়া মুলত শুষ্কই থাকবে। তবে আজ দক্ষিণবঙ্গের দুই জেলায় অল্প বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে বীরভূম ও নদিয়াতে।
অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়া দক্ষিণের থেকে কিছুটা কম থাকবে। দার্জিলিং ও কালিংম্পং-তে হালকা বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টি বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে । বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে। ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে আগামী তিন-চার দিনের মধ্যে । আগামী কয়েক দিন উত্তরবঙ্গে তাপমাত্রা একই রকম থাকবে ।