Home National জুদাই’ ছবির নকল করলেন তরুণী, স্বামী বিক্রির ভিডিও পোস্ট সমাজমাধ্যমে, তারপর যা ঘটলো…

জুদাই’ ছবির নকল করলেন তরুণী, স্বামী বিক্রির ভিডিও পোস্ট সমাজমাধ্যমে, তারপর যা ঘটলো…

by Mahanagar Desk
24 views

মহানগর ডেস্কঃ নিলাম হতে আজ পর্যন্ত যা দেখে এসেছি তা হলো বাড়ি, দামি গাড়ি, জামাকাপড়, দামি রত্ন,পেন্টিং, কোনো ছবি এমনকি রাজকীয় পোশাক। সমাজমাধ্যমে চোখ রাখলে,বা নিলামের আপডেট রাখলে যেই জিনিস পত্রের নিলাম হচ্ছে তা জানা যায়। কিন্তু স্বামী নিলাম একথা বাস্তবে শুনেছেন? এমনি এক ঘটনায় তোলপাড় গোটা সমাজমাধ্যম।

এক তরুণী তাঁর নিজের স্বামীকে নিলামে তুলেছেন। তরুণী সমাজমাধ্যমে, একটি ভিডিয়োর মাধ্যমে নিজ স্বামীকে বেচে দিতে চাইলেন। তরুণী পেশায় একজন সোস্যাল ইনফ্লুয়েন্সার, সমাজমাধ্যমে তরুণীর জনপ্রিয়তা যে কম, এমন কিন্তু নয়।  তরুণী যখনএই ভিডিয়ো পোস্ট করলেন, পোস্ট করা মাত্র ব্যপারটি নিয়ে জোরদার চর্চা চলছে চারিদিকে। কথাটি শুনে অনেকেই বলছেন ‘জুদাই’ ছবির কথা মনে পরে যাচ্ছে। ওই ছবিতে শ্রীদেবী অভিনীত চরিত্র তাঁর স্বামীকে বিক্রি করার কথা ভেবেছিলেন, টাকার বিনিময়ে উর্মিলার কাছে। সেই ছবিতে অনিল কাপুর স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন। তরুণী বরকে বিক্রি করার কথা বলার পাশাপাশি এই ছবি বা সিনেমার কথাও উদাহরণ হিসেবে নিজের মুখে উল্লেখও করেছেন।

সমাজমাধ্যম প্রভাবী তরুণী ভিডিওতে জানিয়েছেন, “আমার জীবন এখন গোছানো, টাকা ছাড়া আপাতত আর কিছু তাঁর চাই না” আর টাকার কারণেই স্বামীকে নিলামে বিক্রি করে দিতে চাইছেন।এই ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করার কিছু সময়ের মধ্যেই, ভিডিয়োটি ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে। তবে ওই ভিডিও যত ভাইরাল হচ্ছে, ওই তরুণী ততবেশী সমালোচনার মুখে পড়ছেন, সমাজমাধ্যমে কটাক্ষের শিকার হচ্ছেন তিনি।

তরুণীর ভিডিওতে উঠছে একাধিক সমালোচনা, কেউ বলছেন “শুধুমাত্র সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার চক্করে এমন কাজ কেউ কি করে করতে পারে? আবার কারোর মতে, শুধু ফেম পাওয়ার জন্য গোটা সমাজের সামনে, নিজের স্বামীকে কী করে এমন ভাবে কোনো স্ত্রী ছোট করতে পারেন বা অপমান করতে পারেন? কারোর মতে, সমাজমাধ্যমে বা অনলাইনে তরুণীর ভাইরাল হওয়াই যদি একমাত্র উদ্দেশ্য হয়ে থাকে, তা হলে অন্য কিছুও করতে পারতেন। কিন্তু ভাইরাল হওয়ার জন্য নিজ স্বামীকে অপমান করা নিতান্তই নিচ মানুষিকতা বলে অনেকে দাবি করছেন। আবার অনেকে প্রশ্ন তুলছেন ভাইরাল হওয়ার জন্য এমন বিষয়টিকেই তরুণী কেন বেছে নিলেন?”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved