Home National সৎ ভাইকে না জানিয়ে ১০০ কোটি টাকার সম্পত্তি বিক্রির অভিযোগে গ্রেফতার মহিলা

সৎ ভাইকে না জানিয়ে ১০০ কোটি টাকার সম্পত্তি বিক্রির অভিযোগে গ্রেফতার মহিলা

by Mahanagar Desk
4 views

মহানগর ডেস্ক: সৎ ভাইকে না জানিয়ে ১০০ কোটি টাকারও বেশি মূল্যের একটি প্লট বিক্রি করার অভিযোগে মঙ্গলবার গ্রেফতার হল একটি ৫৮ ​​বছর বয়সী মহিলা। মঙ্গলবার মুম্বই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। যার উল্লিখিত সম্পত্তিতে সমান অংশ রয়েছে বলে দাবি করেছেন ওই মহিলা৷ প্রশ্নবিদ্ধ সম্পত্তিটি মুম্বইয়ের লোয়ার পেরেল এলাকায় অবস্থিত। আবিদা ইসমাইল নামে পরিচিত ওই মহিলাকে কর্ণাটকের মহীশূরের একটি হোটেল থেকে মুম্বাই পুলিশ গ্রেফতার করেছে। ওই মহিলার সৎ ভাই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল।

এই মামলার অভিযোগকারী হলেন আবিদার পৈতৃক সৎ ভাই আয়াজ কাপাডিয়া। সম্পত্তিটি মূলত আয়াজের প্রয়াত পিতা জাফর কাপাডিয়া এবং তার ভাই লতিফ কাপাডিয়ার নামে নিবন্ধিত ছিল। আয়াজ সম্প্রতি আবিষ্কার করেছেন যে, লতিফের পরিবার, এবং তাঁর মেয়ে আবিদা সহ, আয়াজের অজান্তেই একজন বিকাশকারীর সঙ্গে ওই মহিলার একটি বিক্রয়-ক্রয় চুক্তি হয়।

এরপর ডেভেলপারের সঙ্গে আলোচনার সময়, আবিদা এবং অন্যরা রেজিস্ট্রেশন অফিসে জাল দলিল জমা দিয়ে এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ না করে সম্পত্তির সম্পূর্ণ মালিকানা দাবি করে। পুলিশ জানায়, আর্থিক লাভের লোভে আবিদা তাঁর পরিবারের অজান্তেই সম্পত্তি বিক্রি করে দেয়। একবার আয়াজ এটি আবিষ্কার করলে, তিনি মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখার কাছে অভিযোগ দায়ের করেন, যার ফলে আবিদাকে মহীশূরে গ্রেফতার করা হয়। আবিদা বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে।

You may also like