Home National যমুনা কেড়ে নিল ৩ কিশোরের প্রাণ, নিখোঁজ এক !!

যমুনা কেড়ে নিল ৩ কিশোরের প্রাণ, নিখোঁজ এক !!

by Mahanagar Desk
30 views
Yamuna took the lives of 3 teenagers, one is missing

মহানগর ডেস্ক: বন্ধুরা একসঙ্গে এদিক ওদিক ঘুরতে অনেকেই পছন্দ করে কিন্তু এই ঘুরতে যাওয়া যে তাঁদের প্রাণ নিয়ে নেবে সে কথা কে ভেবেছিল? চার বন্ধু মিলে স্নান করতে গিয়েছিল যমুনায়।যেমন নামা তেমনি বিপত্তি । জলে নামার পর আর উঠতে পারলনা, ৪জনের মধ্যে তিন জনের মৃত দেহ উধ্বার করা গেলেও এক জনের খোঁজ মেলেনি। চার কিশোরের বয়স জানা যাচ্ছে ১৫- ১৭ বছরের মধ্যে।

ঘটনাটি মঙ্গলবার দিল্লির বুরারি এলাকায় ঘটেছে। পুলিশ সুত্রে, চার জনই দশম শ্রেণির ছাত্র। এই চার জন কিশোর উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার লোনির রামপার্ক এলাকার বাসিন্দা। তাঁরা পরিকল্পনা করে তাঁরা ৪জন একসাথে যমুনায় স্নান করতে যাবে, সেইমতো তাঁরা মঙ্গলবার সকাল ১১টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যমুনা তীরে যান ৪বন্ধু মিলে স্নান করতে। কন্তু সন্ধ্যা নেমে এলেও তাঁদের মধ্যে কেউ বাড়ি না ফেরায়, পরিবারের সকলেই চিন্তা করতে শুরু করেন, তারপর খোঁজখবর শুরু করেন । খোঁজ করতে করতে যমুনার তীরে পৌঁছে কিশোরদের জামাকাপড় পড়ে থাকতে দেখেন তাঁদের পরিবার, কিন্তু তাঁদের ছেলেদের খুঁজে পাচ্ছিলেন না তাঁরা। ততক্ষত পুলিশকে খবর পাঠানো হয়।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধারকারীদল এবং দমকল কর্মীদের দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় বুরারি থানার পুলিশ। যেই তিন জনের মৃত দেহ উদ্বার হয়েছে তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু এক জনের দেহ উধ্বার করা এখনও সম্ভব হয়নি । পুলিশ সূত্রে খবর উদ্ধারকাজ এখনও চলছে ।

You may also like