Home National Young Man Died While Dancing: গণেশ উৎসবে মণ্ডপে নাচতে নাচতেই আচমকা হৃদরোগে মৃত্যু যুবকের

Young Man Died While Dancing: গণেশ উৎসবে মণ্ডপে নাচতে নাচতেই আচমকা হৃদরোগে মৃত্যু যুবকের

by Mahanagar Desk
3 views

মহানগর ডেস্ক: অল্পবয়েসিদের মধ্যে আচমকা হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা দিনদিন বেড়ে চলেছে। দিব্যি সুস্থ, জিমে এসে ট্রেড মিল করতে গিয়ে এক যুবকের মৃত্যুর ঘটনা কিছুদিন আগেই জানা গিয়েছে (Young Man Died While Dancing)। এছাড়া দেশের নানা জায়গায় তরুণদের মধ্যে হার্ট অ্যাটাকের ঘটনার মধ্যেই অন্ধ্রপ্রদেশের ধর্মাবরণ শহরে গণেশ মণ্ডপে নাচ করার সময় আচমকাই মৃত্যু হল এক যুবকের।

তার হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনাটি ভিডিওয় তোলার পর তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। মৃত যুবকের নাম প্রসাদ বলে জানা গিয়েছে। বয়েস ছাব্বিশ। ভিডিওয় দেখা গিয়েছে গণেশ উৎসবে দুই যুবক নাচ করছে। মণ্ডপে দুজনে রীতিমতো নেচে ধুম মাচাচ্ছিলেন। মারুতি নগরে বিনায়ক মণ্ডপমের সামনে অপ্রত্যাশিতভাবে ঘটনাটি ঘটে। দেখা যায় তাদের একজন নাচতে নাচতে হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে বসে থাকা লোকজনের গায়ে লুটিয়ে পড়েছে। মাটিতে লুটিয়ে পড়ার পর তাকে কাছাকাছি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

শুধু এই ঘটনাই নয়। কোভিডের পর এ ধরণের তরুণ বয়েসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বেড়ে গিয়েছে। তবে অল্পবয়েসিদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কারণ জানা যায়নি। অনেকেই মনে করছেন এ ধরণের ঘটনা নিয়ন্ত্রণে সরকারের উচিত সক্রিয় পদক্ষেপ নেওয়া, যাতে এমন দুঃখবহ ঘটনা আর না ঘটে।

 

You may also like