মহানগর ডেস্ক : বর্তমানে বিভিন্ন রিভিশন চ্যানেল খুললে সে বাংলা হোক কিংবা হিন্দি সর্বত্র হিন্দি গানের জয়জয়কার। এমনকি বাংলা ধারাবাহিক কিম্বা পুরস্কার বিতরণীর মঞ্চেও বাংলা গানের থেকে বেশি শোনা যায় হিন্দি গান। আর সেখানে হিন্দি চ্যানেলে বসে বর্ষিয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর গরগর করে কথাই বললেন বাংলায়।
গত রবিবার সোনি টিভির ইন্ডিয়ান আইডলের মঞ্চে হাজির হয়েছিলেন শর্মিলা ঠাকুর। টুকটুকে লাল রঙের শাড়িতে এদিন ধরা দিয়েছিলেন বঙ্গসুন্দরী। তবে তার সাজ-পোশাক ছিল পুরোটাই বাঙালিয়ানাতে মোরা। তবে কেবল সাজ নয়, অনুষ্ঠানে বাঙালি প্রতিযোগীর সঙ্গে গরগর করে বাংলায় কথা বলে চলেন পতৌদি বেগম। এই বছর ইন্ডিয়ান আইডলের মঞ্চে বাঙালি প্রতিযোগীর ছড়াছড়ি।
স্বাভাবিকভাবেই এক বাঙালি প্রতিযোগী সোনাক্ষী শর্মিলা ঠাকুর কে দেখে বাংলাতেই তার মনের ভাব প্রকাশ করলেন। ১৯ বছরের তরুণী শর্মিলা ঠাকুরকে উদ্দেশ্য করে বলেন,’ তোমায় দেখে খুব খুব খুব ভালো লাগছে। ম্যাম আমি তোমাকে কাকিমা বলে ডাকতে পারি?’ সেই উত্তর শুনে শর্মিলা পাল্টা জানান দেন,’ একদম, কাকিমা, মাসিমা, দিদি ,দিদিমা যা খুশি বলে ডাকতে পারো’। তবে দুজনের কথোপকথন কিছুই বোঝেন নি শোয়ের সঞ্চালক আদিত্য নারায়ন। ফুট কেটে বলেন,’ আমাকে বুঝতে পারিনা’। এরপরে তার ভুল শুধরে দিয়ে শর্মিলা জানান,’ আমি বুঝতে পারিনা’।
"আমরা বাংলা থেকে এসে হিন্দি বলতে পারি তো আপনারা কেন বাংলা শিখবেন না?" – হুঙ্কার বাংলার মেয়ে শর্মিলা ঠাকুরের
হিন্দি টিভি শো INDIAN IDOL এ বাঙালির গর্জন দেখে মন ভরে গেল।
জয় বাংলা। বাঙালির জয় হউক। #FAM4TMC @GargaC @derekobrienmp @abhishekaitc @ABHIJIT_LS @KamalikaSengupt pic.twitter.com/wsUZWbXhEJ
— Mamata Banerjee Supporters (FAM) (@FAM4TMC) October 18, 2022
ঠিক তার পরেই নবাব পত্নী পাল্টা প্রশ্ন করেন,’ আমরা বাংলা থেকে এসে হিন্দি বলতে পারলে আপনারা বাংলা শিখতে পারবেন না কেন’? এই অভিনেত্রীর কাছ থেকে প্রথমে এই কথা শুনে একটু হকচকিয়ে যান আদিত্য। তারপর বলেন,’ একটু একটু চেষ্টা করছি… ঠিক থা ক্যায়া’?
উল্লেখ্য, এদিন শর্মিলার দুটি ছবির দুটি গান গায় প্রতিযোগী সোনাক্ষী কর। যা শুনে বর্ষিয়ান অভিনেত্রী মুগ্ধ হয়ে বলেন,’ খুব সুন্দর গেয়েছো। লতা দিদির গান গুলো এত ভালোভাবে গেয়েছো। কে বলে তোমাকে অলস?’ তবে এদিন কেবল সোনাক্ষী নয়, অন্যান্য বাঙালি প্রতিযোগীদের সঙ্গেও বাংলা ভাষাতেই কথা বলতে দেখা গিয়েছে শর্মিলা ঠাকুরকে।