মহানগর ডেস্ক: দু দেশের সীমান্ত বিতর্কের মধ্যেই বালিতে জি-২০ সম্মেলনে (G20 summit) মুখোমুখি হয়ে সৌজন্য বিনিময় করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট জি জিংপিং (Indian PM And China President)। একটি অল্পসময়ের ভিডিওয় দেখা গিয়েছে নৈশভোজে মোদী জিংপিংয়ের সঙ্গে কথা বলছেন। করমর্দন করার আগে তাঁকে চিনের প্রেসিডেন্টের দিকে এগিয়ে যেতে দেখা যায়। দুজনকেই জি-টুয়েন্টি প্রতিনিধিদের বাটিক শার্ট পরে থাকতে দেখা গিয়েছে। ভিডিওটি সবার দৃষ্টি আকর্ষণ করে কারণ পূর্ব লাদাখে গালওয়ান (Galwan Valley) উপত্যকায় চিনের সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনার সঙ্ঘর্যের জেরে ২০২০ সালের পর থেকে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কোনও দ্বিপাক্ষিক আলোচনা হয়নি। তার পরিপ্রেক্ষিতে তাঁদের মধ্যে এই সৌজন্য বিনিময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে দু দেশের কূটনৈতিক মহল। এই সম্মেলনে জি-২০ দেশের বিভিন্ন দেশের সঙ্গে মোদীর দেখা করার কথা থাকলেও চিনের প্রেসিডেন্ট সেই তালিকায় নেই।
ফলে সীমান্ত বিতর্কের মধ্যে এই সৌজন্য বিনিময়কে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝি উজবেকিস্তানের সমরখণ্ডে সাংহাই কো-অপারেশন মিটে দুই রাষ্ট্রপ্রধানের দেখা হলেও এভাবে সৌজন্য বিনিময় এবং করমর্দন করতে দেখা যায়নি। সীমান্ত বিতর্ক নিয়ে দু বছর ধরে তিক্ত হয়ে যাওয়া দুদেশের দুই প্রধান সম্মেলনের ফাঁকে কোনও আলোচনার সম্ভাবনা রয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত ২০২০ সালে গালওয়ানে চিনের লাল ফৌজের সঙ্গে ভারতীয় বাহিনীর সঙ্ঘর্ষ হয়। সেই সঙ্ঘর্ষে কুড়িজন ভারতীয় সেনার মৃত্যু হয়। অন্যদিকে চল্লিশেরও বেশি চিনা সেনা হয় মারা যায়, নাহলে গুরুতর জখম হয়। তার জেরে দুদেশের মধ্যে তিক্ততা ক্রমাগত বাড়তে থাকে। দু দেশের সামরিক কমান্ডারদের মধ্যে একাধিক বৈঠকের পর লাদাখের গগ্রা হট স্প্রিং-সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলি থেকে দু দেশের সেনাবাহিনী সরে এস ২০২০ সালের আগের অবস্থান নেয় লাল ফৌজ। তবে জি-২০ সম্মেলনের আগে বেজিং অবশ্য জানায় দিল্লির সঙ্গে সুসম্পর্ক দু দেশের স্বার্থে তা মঙ্গলজনক হবে।