Home Fact Check Indian Railway : একশো একান্নটি ট্রেন বেসরকারিকরণ নিয়ে রাহুলের দাবি মিথ্যে, তথ্য দিয়ে জানাল পিআইবি

Indian Railway : একশো একান্নটি ট্রেন বেসরকারিকরণ নিয়ে রাহুলের দাবি মিথ্যে, তথ্য দিয়ে জানাল পিআইবি

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ভারতীয় রেলের (Indian Railway) একশো একান্নটি ট্রেনের বেসরকারিকরণ (Privatisation Of Indian Railway) নিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর Claim Of Rahu; Gandhi) দাবি মিথ্যে। এমনটাই জানাল প্রেস ইনফর্মেশন ব্যুরোর ফ্যাক্ট চেক টিম। এর আগে টুইটারে এই দাবি জানিয়ে কেন্দ্রের বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক হাত নিয়েছিলেন রাহুল। এবার তথ্য ঘেঁটে সেই দাবি উড়িয়ে দিল পিআইবি। তারা পাল্টা দাবি করে জানিয়েছে কংগ্রেস সাংসদের দাবির কোনও সারবত্তা নেই। চলতি ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধী টুইটে তাঁর দাবি জানিয়েছিলেন। টুইটে তাঁকে রেলের কর্মীদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। সেখানে তিনি রেলকর্মীদের সঙ্গে ভারতীয় রেলের বিভিন্ন দিকগুলি নিয়ে কথা বলছেন।

তাঁর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে কংগ্রেস সাংসদ লিখেছিলেন, রেলওয়ে ভারতের বিভিন্ন প্রান্তের সঙ্গে যোগাযোগ ঘটাচ্ছে। প্রতিদিন আড়াই কোটি মানুষকে পরিষেবা দিচ্ছে। প্রধানমন্ত্রীজি রেলওয়ে দেশের সম্পত্তি। তাকে বেসরকারি করবেন না। রেলওয়েকে শক্তিশালী করুন। এটা বেচবেন না। টুইটারে পোস্ট করা ভিডিওয় শোনা গিয়েছে রাহুল একজন রেল অফিসারকে জিজ্ঞেস করছেন ভারতীয় রেলের কোন অংশের বেসরকারিকরণ করা হচ্ছে। ওই অফিসার জানাচ্ছেন রেল স্টেশন, রেলের ওয়ার্কশপ, রেলের মেডিকেল হাসপাতাল এবং রেলওয়ের সম্পত্তি বেসরকারিকরণ হতে চলেছে। রাহুল তারপরই জিজ্ঞেস করেন কাদের হাতে দেওয়া হচ্ছে। বড় সংস্থা না ছোটখাটো সংস্থা? অফিসার জানাচ্ছেন, বড় সংস্থাগুলিকেও বরাত দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই একশো একান্নটি ট্রেনের বেসরকারিকরণ করা হয়ে গিয়েছে। ভিডিওয় একই দাবি জানিয়ে খবরের কাগজের শিরোনাম দেখা দেখা যায়। ভিডিওয় পোস্ট করা রাহুলের দাবি উড়িয়ে দিয়ে পিআইবি জানিয়েছে রাহুল গান্ধীর দাবি মিথ্যে। ভারতীয় রেল তাদের কোনও সম্পত্তি বেসরকারি হাতে দেয়নি।

You may also like