Home Featured Ajit Doval: ‘আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ভাবমূর্তি নষ্ট হয়েছে’, পয়গম্বর বিতর্কে মন্তব্য ডোভালের

Ajit Doval: ‘আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ভাবমূর্তি নষ্ট হয়েছে’, পয়গম্বর বিতর্কে মন্তব্য ডোভালের

by Anamika Nandi
Ajit Doval: 'আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ভাবমূর্তি নষ্ট হয়েছে', পয়গম্বর বিতর্কে মন্তব্য ডোভালের

মহানগর ডেস্ক: নবী মহম্মদের বিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য করে, দেশে-বিদেশে অশান্তিকর পরিস্থিতি তৈরি করেছেন বিজেপির প্রাক্তন নেত্রী নূপুর শর্মা (Nupur Sharma)। ভারতের নানা রাজ্যে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক ক্ষেত্রে বেশ চাপের মুখে পড়তে হয়েছে ভারতকে। এহেন পরিবেশে এবার তা নিয়ে মুখ খুললেন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval)। তাঁর কথায়, “ভারতের ভাবমূর্তি ধাক্কা খেয়েছে বিজেপির প্রাক্তন নেত্রীর মন্তব্যে। কিন্তু যেভাবে ভারত সম্পর্কে ভুল তথ্য পরিবেশিত হচ্ছে, তাও সত্যের থেকে অনেক দূরে”। নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যকে সমর্থন করে দল থেকে বহিষ্কৃত হয়েছে নবীন জিন্দাল। তিনি বলেছেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।

সংবাদ সংস্থা এএনআইকে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন, ‘নূপুর শর্মার মন্তব্যের জেরে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সেইসঙ্গে এদেশের বিরুদ্ধে নানা ভুল তথ্য ছড়ানো হচ্ছে। যা বাস্তব থেকে বহু দূরে অবস্থিত। এই পরিস্থিতিতে আমাদের উচিত ওদের সঙ্গে আলোচনায় বসে ওদের আশ্বস্ত করা’। সম্প্রতি আফগানিস্তানের গুরুদ্বারে হওয়া বোমা বিস্ফোরণ প্রসঙ্গে কথা বলেছেন তিনি। তাঁর বক্তব্য, ভারতে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, তার মাঝেও সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত এদেশ।

আরও পড়ুন: ভোটের অঙ্ক কষেই রাষ্ট্রপতি নির্বাচনে আদিবাসী তাস পদ্মশিবিরের

অন্যদিকে নবীন জিন্দাল বলেছেন, ‘তিনি কারোর ভাবাবেগে আঘাত করতে চাননি। তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে’। প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বাঁকে বিহারীর কাছে প্রার্থনা করব, যেন দেশে শান্তি বজায় থাকে। আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। কোনওভাবেই কারোর ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার উদ্দেশ্য ছিল না আমার। যেভাবে অনেকে আমাদের দেব-দেবীদের বিরুদ্ধে খারাপ মন্তব্য করেছিল, তাদের উদ্দেশেই আমার প্রশ্ন ছিল। কারোর ভাবাবেগে আঘাত করতে চাইনি আমি’।

You may also like