মহানগর ডেস্কঃ এমনিতেই করোনার প্রকোপে চিনে বন্ধ হয়েছে iPhone উৎপাদন। ফলত অ্যাপেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল ভারতবর্ষে অ্যাপেল আইফোন তৈরির কারখানা প্রতিষ্ঠা করবে। এই বিষয়ে তাঁদের সহযোগিতা করতে প্রস্তুত টাটা গোষ্ঠী। এরই সঙ্গে যুক্ত হয়েছে মেক ইন ইন্ডিয়ার স্বপ্নকে সার্থক করার সুযোগ। সব মিলিয়ে বেঙ্গালুরুর কাছে হোসুরে স্থাপন করা হবে ভারতের বৃহত্তম অ্যাপেল আইফোন উৎপাদন ইউনিট। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রীর তরফে মঙ্গলবার এমনই ঘোষণা করা হয়।
মঙ্গলবার জনজাতি গৌরব দিবসের অনুষ্ঠানে ড. অশ্বিনী বৈষ্ণব জানান, ভারতের সবচেয়ে বড় আইফোন প্ল্যান্ট বেঙ্গালুরুর কাছে হোসুরে স্থাপন করা হয়। পাশাপাশি তিনি এও জানান, এই কারখানায় কর্মসংস্থান হবে ৬০,০০০ মানুষের। টেলিকম মন্ত্রী আরও জানান, এই ৬০,০০০ কর্মচারির মধ্যে প্রথম ৬,০০০ জনের কর্মসংস্থান হবে রাঁচি এবং হাজারিবাগের কাছাকাছি এলাকায় বসবাসকারী আদিবাসী মহিলাদের। উদ্দেশ্য একটাই উপজাতি মহিলাদের অ্যাপেল আইফোন তৈরির প্রশিক্ষণ দেওয়া।
অ্যাপেল আইফোনগুলি ভারতে তাইওয়ানের কন্ট্রাক্টর সংস্থা ফক্সকন, উইস্ট্রনের সাহায্য নিয়েই তৈরি করা হয়। রয়টার্সের তরফে জানানো হয়েছে, ভারতে অ্যাপেল ফোন সরবরাহকারী ফক্সকন আগামী দু বছরের মধ্যে ভারতে নিজেদের কাজ চার গুণ বাড়িয়ে দিতে চাইছে। পাশাপাশি রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ফক্সকন আগামী দু বছরে আরও ৫৩০০০ কর্মী নিযুক্ত করে দক্ষিণ ভারতে তার প্ল্যান্টে কর্মীদের সংখ্যা ৭০,০০০ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করেছে।