Home Entertainment Indranil Sengupta : এবার ফেলুদা অবতারের বড় পর্দায় ইন্দ্রনীল, প্রকাশ্যে হত্যাপুরীর টিজার

Indranil Sengupta : এবার ফেলুদা অবতারের বড় পর্দায় ইন্দ্রনীল, প্রকাশ্যে হত্যাপুরীর টিজার

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : দিন কয়েক আগেই মুক্তি পেয়েছিল সন্দীপ রায়ের নতুন ফেলুদা ছবির পোস্টার। যদিও সমালোচনা হয়েছিল সেই পোস্টারকে ঘিরে বিস্তর। তার মূল কারণ ছিলেন ফেলুদা চরিত্র। অনেকেই ফেলুদা চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্তকে মেনে নিতে পারেননি। তবে বিতর্কে পেছনে ফেলে অবশেষে সামনে এলো ছবির টিজার।

যে দাপুটে চরিত্রে এক সময় বাঙালি সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তীর মত অভিনেতাকে পেয়েছিলেন সেখানে ইন্দ্রনীল সেনগুপ্তকে অনেকেই প্রথমে মানতে পারেননি। এই একই অবস্থা হয়েছিল আবির চট্টোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরীর ক্ষেত্রেও। যদিও তারা নিজেদের অভিনয় দক্ষতা দিয়ে মানুষের মন জয় করেছিলেন। এখন দেখার ইন্দ্রনীল কতটা ফুটে তুলতে পারেন ফেলুদা চরিত্র।

সন্দেশ পত্রিকায় প্রথম প্রকাশিত হয় হত্যাপুরী। এই গল্পের প্রেক্ষাপট অনুযায়ী লালমোহন বাবু এবং তোপসেকে নিয়ে ঘুরতে যাবেন ফেলুদা। হঠাৎ সেখানে সমুদ্রের ধারে দেখতে পাবেন একটি মৃতদেহ। আর সেই রহস্য সমাধানেই লেগে পড়বেন ফেলুদা তার দলবল দিয়ে। সত্যজিৎ রায়ের এই গল্প নিয়ে বহুদিন আগেই ছবি তৈরির কথা ভেবেছিলেন ছেলে সন্দীপ রায়।

জল্পনা ছিল ছবির মধ্যে দিয়ে বাঙালি এক নতুন ফেলুদাকে পাবে। বাঙালির অন্যতম আবেগের চরিত্র ফেলুদাকে ফুটিয়ে তুলতে বহু মাস ধরে প্রস্তুতি নিয়েছিলেন ইন্দ্রনীল। তবে মাঝপথে সব চূড়ান্ত হয়েও বাধা আসে। যার কারণ হিসেবে উঠে এসেছিল ইন্দ্রনীলের ফেলুদা চরিত্রে অভিনয়। যে কারণে প্রযোজনা সংস্থা এসভিএফ সরে আসে প্রযোজনা থেকে যার কারণে শুটিং বহুদিন। যদিও অল্প সময়ের মধ্যে গান সন্দীপ রায়। পাশাপাশি জটায়ু এবং তপসের চরিত্রেও দেখা যাবে নতুন মুখ। আগামী ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে হত্যাপুরী।

You may also like