মহানগর ডেস্ক: যোগী রাজ্যে দলিত নির্যাতন অব্যাহত (Uttar Pradesh)। এবারের ঘটনা বাহরাইচে। সেখানে একটি বাড়ির কমোড চুরির (Stealing A Toilet Seat) অভিযোগে এক দলিত যুবকের দু হাত পোলে বেঁধে মাথা ন্যাড়া করা হল (Inhuman Oppression To Dalit)। তারপর মুখে মাখিয়ে দেওয়া হল। আর মারধর তো আছেই। আর এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় এক বিজেপি নেতার। ওই দলিত যুবককে এমন দাওয়াইয়ের পর জাত তুলে গালাগালি দেওয়া হয়েছে। অভিযোগ বাহরাইচের হারদি এলাকা থেকে একটি বাড়ি থেকে কমোড চুরি যাওয়ার ঘটনা ঘটে।
এই ঘটনায় দিন মজুর ওই দলিত যুবককে ধরা হয়। এরপর তাকে মাথা ন্যাড়া করে মুখে কালি মাখিয়ে দেন স্থানীয় বিজেপি নেতা রাধেশ্যাম মিশ্র ও তাঁর দুই সঙ্গী বলে অভিযোগ। ওই দলিতকে উপস্থিত লোকজনদের বিরুদ্ধে হেনস্থা করারও অভিযোগ উঠেছে। দলিত নির্যাতনের ঘটনা সোশ্যাল মিডিয়া পোস্ট হওয়ার পর তা ভাইরাল হয়। তারপরই পুলিশ আসরে নামে। যদিও ঘটনাস্থলে গিয়ে বিজেপি নেতাকে খুঁজে পায়নি পুলিশ। তবে তাঁর দুই সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে। দিনমজুর রাজেশকুমার জানান তাঁকে জাত তুলেও গালাগালি দেন ওই বিজেপি নেতা ও তাঁর সঙ্গীরা।
সিনিয়ার পুলিশ অফিসার জানিয়েছেন, এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে নিগ্রহ, অপরাধমূলক হুমকি ও তপশিলি জাতি উপজাতিদের বিরুদ্ধে অপরাধের বিভিন্ন আইনি ধারায় মামলা রুজু করা হয়েছে। তিনি আরও জানান, এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং আরেকজনের খোঁজ চলছে। যদি ওই দলিত যুবককে চুরির অভিযোগে সন্দেহ করা হয়েছিল, তাহলে তাঁদের থানায় আসা উচিত ছিল।