মহানগর ডেস্ক: আসন্ন আইপিএল ২০২৩-এর নিলাম শুরু হবে। সেজন্য মোট ৯৯১ জন ক্রিকেটার নিজেদের নাম নভিভুক্ত করেছেন বলে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে বিসিসিআই। এমনকি সেই দলে কতজন দেশীয় আর কতজন বিদেশি ও কতজন আন্তর্জাতিক ক্রিকেট তারকা সহ কতজন ঘরোয়া ক্রিকেটার রয়েছেন এই তালিকায়, তাও প্রকাশ করেছেন। সামনে এসেছে প্রাইস ক্যাটাগরি অনুযায়ী ক্রিকেটারদের তালিকাও। আর সেখানেই রয়েছে চমক।
এবছর আইপিএল নিলামের জন্য সর্বোচ্চ ২ কোটি টাকার বেস প্রাইসে নাম দেওয়া মোট ২১ জন ক্রিকেটারের মধ্যে প্রত্যেকেই বিদেশি। এখানে টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের ক্রিকেটাররাই রয়েছেন সব থেকে বেশি। এই ২১ জনের মধ্যে ৯ জন রয়েছেন ব্রিটিশ তারকা। যাদের মধ্যে আবার ৪ জন অজি তারকা, ৩ জন নিউজিল্যান্ড, ২ জন করে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা এবং সর্বশেষ শ্রীলঙ্কার ১ জন ক্রিকেটার রয়েছেন। অর্থাৎ কোনও ভারতীয় ক্রিকেটারের এই ক্যাটাগরিতে স্থানই মেলেনি।
প্রসঙ্গত, গত টি-২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটার স্যাম কারানও সর্বোচ্চ ২ কোটি টাকার তালিকায় নিজের নাম লিখিয়েছেন। বেন স্টোকস, কেন উইলিয়ামসন, আদিল রশিদ, নিকোলাস পুরান, ক্যামেরন গ্রিন, জেসন হোল্ডারের মতো তারকারা রয়েছে সেই ক্যাটাগরিতে।
২ কোটি বেস প্রাইসের ক্রিকেটাররা: ন্যাথন কুল্টার-নাইল, ট্রেভিস হেড, ক্যামেরন গ্রিন, টম ব্যান্টন, ক্রিস লিন, ক্রিস জর্ডন, টাইমাল মিলস, স্যাম কারান, জেমি ওভার্টন, আদিল রশিদ, ফিল সল্ট, ক্রেগ ওভার্টন, অ্যাডাম মিলিন, জিমি নিশাম, কেন উইলিয়ামসন, বেন স্টোকস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, রিলি রসউ, রাসি ভ্যান ডার দাসেন, নিকোলাস পুরান ও জেসন হোল্ডার।