Home Featured Uranium Issue of Iran: পরমাণু অস্ত্র তৈরী করছে ইরান! ফোরদো প্ল্যান্টেই মজুত ৬০% বিশুদ্ধ ইউরেনিয়াম, দাবি তেহরানের

Uranium Issue of Iran: পরমাণু অস্ত্র তৈরী করছে ইরান! ফোরদো প্ল্যান্টেই মজুত ৬০% বিশুদ্ধ ইউরেনিয়াম, দাবি তেহরানের

by Arpita Sardar

মহানগর ডেস্ক: ভু-গর্ভস্থ পরমাণুকেন্দ্রে চুপিসারে ইউরেনিয়াম তৈরীতে ব্যস্ত ইরান (Iran)। ফোরদো পরমাণুকেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধি করছে বলে খবর। যদিও একটা সময় ইরান বলেছিল, ২০ শতাংশ ইউরেনিয়াম (uranium) সমৃদ্ধকরণের পথে তারা এগোচ্ছে। কিন্তু তেহরান এর দাবি সম্পূর্ণ ভিন্ন। তাদের কথা মত ২০ নয় ফোরদো পরমাণুকেন্দ্রে ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম তৈরির কাজ সেরে ফেলেছে ইরান বলে খবর।

এ প্রসঙ্গে, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি তেহরান সরকার গোপনে পরমাণু কর্মসূচি পালনে মনোনিবেশ করছে সন্দেহে তাদের উপর প্রবল চাপসৃষ্টি করেছিল। এমনকি গোপনে তাদের পরমাণু বোমা তৈরির প্রস্তুতি থেকে বিরতি নিশ্চিত করতে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে সই করিয়েছিল আমেরিকা এবং রাশিয়া। পাশাপাশি ইরানে মজুত থাকা সব তেজস্ক্রিয় ইউরেনিয়াম আইসোটোপ নিয়ে চলে যাওয়া হয়। এখানেই শেষ নয়, পরমাণু কর্মসূচির উপর নজরদারি চালানো আন্তর্জাতিক সংস্থা, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, তেহরানকে যাবতীয় পরমাণু কর্মসূচি থেকে বিরত থাকার নির্দেশ দিলেও সেই কোথায় কোনও রকম কর্ণপাত করেনি তেহরান। পরমাণু তৈরী নিয়ে হাল ছাড়েনি ইরান।

অন্যদিকে রাষ্ট্রপুঞ্জ এর পরমাণু নজরদারি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি দেশের বিদ্যুতের চাহিদা মেটাতে ২০ শতাংশের বেশি পরিশুদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের ছাড়পত্র দিয়ে রেখেছে ইরানকে। কিন্তু পরমাণু বোমা বানাতে হলে সেখানে প্রায় ৯০ শতাংশ বা তার বেশি পরিশুদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন। সে ব্যাপারে তেহরান অদক্ষ বলেই দাবি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একাংশ। ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাস সেন্ট্রিফিউজে ঢুকিয়ে, পরমাণু ফিশনের জন্য সবচেয়ে উপযুক্ত আইসোটপটি আলাদা করে সমৃদ্ধ ইউরেনিয়াম (uranium) উৎপাদন করা হয়। যা ইউ -২৩৫ নামে পরিচিত। পরমাণু বোমা বানানোর এই সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানে এখনও নেই বলেই মনে করা হচ্ছে।

You may also like