Home Entertainment Irfan Khan : লাইফ অফ পাই ছবির জন্য ইরফান খানের পুরস্কার প্রাপ্য ছিল, এমনটাই মনে করেন পরিচালক

Irfan Khan : লাইফ অফ পাই ছবির জন্য ইরফান খানের পুরস্কার প্রাপ্য ছিল, এমনটাই মনে করেন পরিচালক

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : দেখতে দেখতে দশ বছরে পা দিল হলিউড ছবি লাইফ অফ পাই। ১৯ বছরের সুরজ শর্মা যাকে মুখ্য চরিত্র দেখা গিয়েছিল। এবং তারই প্রাপ্তবয়স্কের চরিত্র দেখা গিয়েছে বলিউড তারকা ইরফান খানকে। এছাড়াও দেখা গেছে তব্বু এবং আদিল হোসেনকে। তবে ছবির গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে অভিনয় করলেও বর্তমানে আর পৃথিবীতে নেই তিনি। তবে কাজের মধ্যে দিয়ে এখনো বেঁচে রয়েছেন অনুগামীদের মনে। সম্প্রতি এই জনপ্রিয় হলিউড ছবি দশ বছর অতিক্রম করলাম। আর তার মাঝেই পরিচালক ডুব দিলেন ইরফানের স্মৃতিসাগরে।

কথা বলতে বলতে পরিচালক বলেন কিভাবে প্রত্যেক অভিনেতা নিজেদের নিজস্বতা দিয়ে চলিত ফুটিয়ে তুলেছিলেন। ছবিতে তব্বু এবং আদিল পাইয়ের মা-বাবা চরিত্রে অভিনয় করেছিলেন। তবে সব থেকে বেশি নজর করেছিলেন ছবির পায়ে চরিত্রটি। যেভাবে প্রত্যেকটি প্রতিকূলতার অবস্থা ফুটিয়ে তুলেছেন তাই সেটি অবশ্যই পুরস্কারে দাবি রাখে ।তবে ইরফানের চরিত্রও ছিল যথেষ্ট সাবলীল। পরিচালক মনে করেন শেষের যে অংশে জীবন সম্পর্কে যে কথাগুলি তিনি বলেছিলেন তার জন্য অবশ্যই একটি পুরস্কারে দাবি রাখেন অভিনেতা।

উল্লেখ্য হলিউডের পাশাপাশি বলিউডেও একাধিক ছবির কৃতিত্ব রেখেছেন ইরফান খান। তার অভিনীত বেশিরভাগ ছবি আজও দর্শকদের মনে এক বিশেষ জায়গায় রয়ে গিয়েছে তার শিল্পী সত্তা বেঁচে রয়েছে।

You may also like