Home Featured Narendra Modi: ‘ঠিক আছেন লালুজি?’, তেজস্বী যাদবকে ফোন মোদির

Narendra Modi: ‘ঠিক আছেন লালুজি?’, তেজস্বী যাদবকে ফোন মোদির

by Anamika Nandi
Narendra Modi: 'ঠিক আছেন লালুজি?', তেজস্বী যাদবকে ফোন মোদির

মহানগর ডেস্ক: মঙ্গলবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আচমকাই সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন RJD সভাপতি। ভর্তি রয়েছেন পাটনার পারস হাসপাতালে। প্রথমে তাঁকে দু’মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু তারপর তাঁর সুগারের মাত্রা হঠাৎ বেড়ে গেলে ভর্তি করতে হয় হাসপাতালে। এরপর মঙ্গলবার লালুজির ছেলে তেজস্বী যাদবের থেকে আরজেডি সুপ্রিমোর স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নিয়েছেন নরেন্দ্র মোদি।

লালু প্রসাদ যাদবের দ্রুত আরোগ্য কামনা করেছেন নমো। সংবাদ সংস্থা পিটিআই-কে এই প্রসঙ্গে জানিয়েছেন দলের মুখপাত্র। তাল সামলাতে না পেরে সিঁড়ি থেকে পড়ে যান আরজেডি প্রধান। এমআরআই স্ক্যান করে জানা যায়, তাঁর কাঁধে একটি হেয়ার লাইন ফ্যাকচার হয়েছে। খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় চারিদিকে। লালুজির শারীরিক অবস্থার অবনতি ঘটলে বৈঠক ডাকে আরজেডি। যেখানে আলোচনা হয়েছে নানা বিষয় নিয়ে।

আরও পড়ুন : ভরা পেটে ইফতার, হিন্দু ধর্ম আর ইসলাম ধর্ম নিয়ে দ্বিচারিতা করছেন মমতা, তোপ দিলীপের

সূত্র অনুযায়ী, সোমবার সকাল সাড়ে তিনটের সময় পারস হাসপাতালে নিয়ে যাওয়া হয় লালুপ্রসাদ যাদবকে। সেই সময় তাঁর ডান কাঁধে ফ্যাকচারের খবর জানা গেলে তেজস্বী যাদব জানিয়েছিলেন, বাবার অবস্থা স্থিতিশীল। হাসপাতালের এক আধিকারিক পিটিআইকে জানিয়েছেন, অনেক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় লালুজিকে। তার কাঁধে আঘাত রয়েছে। কিডনির সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন। এদিকে পশু কেলেঙ্কারি মামলায় সম্প্রতি জামিন পেয়েছেন তিনি। এপ্রিল মাসে ঝাড়খণ্ড হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছিল। এমনকি গত মাসে আদালত কিডনি ট্রান্সপ্লান্টের জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে RJD প্রধানকে। কিন্তু এইসবের মাঝেই ঘটে যায় অঘটন। যার খবর মিলতেই এদিন আরজেডি প্রধানের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী।

You may also like