Home Entertainment Ishaan Khattar To Amitabh Bachchan : অমিতাভ ছিলেন বলে স্কুলে ভর্তি হতে পেরেছিলেন ঈশান! একি বললেন অভিনেতা?

Ishaan Khattar To Amitabh Bachchan : অমিতাভ ছিলেন বলে স্কুলে ভর্তি হতে পেরেছিলেন ঈশান! একি বললেন অভিনেতা?

by Oindrila Chakraborty
Ishaan Khattar To Amitabh Bachchan : অমিতাভ ছিলেন বলে স্কুলে ভর্তি হতে পেরেছিলেন ঈশান! একি বললেন অভিনেতা?

মহানগর ডেস্ক : দেখতে দেখতে ৮০ বছরে পা দিলেন অমিতাভ বচ্চন। সহকর্মীরা তো বটেই বর্তমানে যারা সদ্য বলিউডে পা রাখতে চলেছে তাদেরও রোল মডেল তিনি। তার সঙ্গে কয়েক সেকেন্ড স্ক্রিন শেয়ার করার স্বপ্ন দেখেন হাজার হাজার তরুণ তরুণী। তবে অভিনয়ের পাশাপাশি এমন কিছু কিছু কাজ করেছেন বিগ বি যার জন্য মাঝেমধ্যেই শিরোনামে উঠে আসেন তিনি। ঠিক যেমন এক পুরনো ঘটনার কথা তুলে ধরলেন ঈশান। জানালেন আজ বিগ বি না থাকলে তার স্কুলের ভর্তি হওয়া হতো না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ঈশান জানান, তার জীবনে অমিতাভ বচ্চনের অবদান অনেকটা। ছেলেবেলায় তার স্বপ্নের স্কুলে ভর্তি হতে বেশ সমস্যা পোহাতে হয়েছিল ঈশানের পরিবারকে। সেই সময় তার মা নিলিমা আজিম বিগ-বির সঙ্গে কাজ করছিলেন এক ছবিতে। পুরো ঘটনা জানার পর অমিতাভ নিজে সেই স্কুলে গিয়ে প্রিন্সিপালের সাথে দেখা করে ব্যবস্থা করেছিলেন।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ঈশান জানান সেই কথা। সেই সঙ্গে তিনি বলেন,’ এটা কি ভাবা যায়? দ্য অমিতাভ বচ্চন তিনি নিজে একটা বাচ্চার স্কুলের ভর্তির দায়িত্ব নিচ্ছেন’। সম্প্রতি মুক্তি পেয়েছে ফোনভূত ছবির ট্রেলার। সেখানে ঈশান এবং সিদ্ধান্তের সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফ। ট্রেলার সামনে আসার পর থেকে এই হরর কমেডিকে ঘিরে দর্শকদের উন্মাদনাও তুঙ্গে। চলতি বছর ৪ নভেম্বর মুক্তি পাবে এই ছবি।

You may also like