Home Featured Islamic Preacher Jakir Nayek: কাতার বিশ্বকাপে পলাতক নিষিদ্ধ ধর্মপ্রচারক জাকির নায়েক, উঠল প্রশ্নও

Islamic Preacher Jakir Nayek: কাতার বিশ্বকাপে পলাতক নিষিদ্ধ ধর্মপ্রচারক জাকির নায়েক, উঠল প্রশ্নও

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: ঘৃণা-বিদ্বেষ ছড়ানোর দায়ে ২০১৬ সালে তাঁকে নিষিদ্ধ করেছিল (Islamic Preacher Jakir Nayek) ভারত। তাঁর বিরুদ্ধে রয়েছে টাকা নয়ছয়ের অভিযোগ (Money Laundering Allegation)। ভারত থেকে পালিয়ে আস্তানা গেড়েছিলেন মালয়েশিয়ায়। এবার ফিফা বিশ্বকাপে (FIFA World Cup 2022) কাতারে এলেন সেই পলাতক ইসলামি ধর্মপ্রচারক জাকির নায়েক। বিশ্বকাপ চলাকালীন তিনি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে তিনি বক্তৃতা দেবেন। কাতারের সরকারি খেলার চ্যানেল আলকাস জানিয়েছে ইসলামি ধর্মপ্রচারক জাকির নায়েক বিশ্বকাপের সময় তিনি একাধিক জায়গায় ধর্মপ্রচার করবেন। তাঁর বিরুদ্ধে ভারত সরকারের অভিযোগ ছিল চরমপন্থী ধর্মপ্রচারক বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা-বিদ্বেষ ছড়িয়ে চলেছেন।

তারপরই তাঁকে নিষিদ্ধ করে কেন্দ্রীয় সরকার। তাঁর বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ ওঠার পর পালিয়ে যান মালয়েশিয়ায়। ২০১৭ সাল থেকেই পলাতক হিসেবে মালয়েশিয়ায় রয়েছেন জাকির নায়ক। প্রসঙ্গত, মুসলিম অধ্যুষিত মালয়েশিয়াও ২০২০ সালে জাতীয় নিরাপত্তার কারণে তাঁর ধর্ম সংক্রান্ত বক্তৃতা নিষিদ্ধ করে। এর আগে ভারতে থাকাকালীন বহু ধর্মীয় অনুষ্ঠানে হিন্দুদের বিরুদ্ধে শুধু বিদ্বেষ বার্তা নয়। উস্কানি দেওয়ারও অভিযোগ ওঠে। বিতর্কিত ইসলামি ধর্মপ্রচারককে বারবার উত্তেজক বক্তৃতা দেওয়ার দায়ে বারবার কাঠগড়ায় তোলা হয়। প্রতিবারই তাঁর ধর্মীয় প্রচারের পিছনে অশান্তিতে প্ররোচনা নিয়ে প্রশ্ন তোলে পুলিশ। মুসলিম সংখ্যাগুরুর দেশ মালয়েশিয়ায় হিন্দু ও চিনাদের বিরুদ্ধে উত্তেজক বক্তব্য রেখে প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে। এবারে সেই নিষিদ্ধ পলাতক ইসলামি ধর্মপ্রচারক পা রেখেছেন যা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে।

You may also like