মহানগর ডেস্ক: বৃহস্পতিবার ইডির দপ্তরে হাজির হয়েছেন সনিয়া গান্ধী (Sonia Gandhi)। ন্যাশনাল হেরাল মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী সংস্থার আধিকারিকদের মুখোমুখি হয়েছেন কংগ্রেস সভানেত্রী। অন্যদিকে কেন্দ্রীয় সংস্থা তাঁকে তলব করায় বিক্ষোভে নেমেছেন দলের শীর্ষ নেতৃত্বরা। প্রসঙ্গে হাত শিবিরকে কটাক্ষ করেছে গেরুয়া শিবিরের (BJP) নেতা রবিশঙ্কর প্রসাদ। বলেছেন, গান্ধী পরিবারকে রক্ষা করার জন্য এটা ‘সত্যাগ্রহ’ নয়, বরং ‘দুরাগ্রহ’। মূলত ইডির তদন্তের বিরুদ্ধে প্রতিবাদকে ‘সত্যাগ্রহ’ বলে অভিহিত করেছে কংগ্রেস। এদিন তাই নিয়ে গ্র্যান্ড ওল্ড পার্টিকে আক্রমণ করেছেন বিজেপি নেতা।
অভিযোগ জানিয়ে তিনি বলেছেন, “এটি ‘সত্যাগ্রহ’ নয় বরং দেশের আইন ও সংস্থার বিরুদ্ধে ‘দুরাগ্রহ’। এই প্রতিবাদ সেই পরিবারকে রক্ষা করার জন্য যাঁরা পার্টির হাজার হাজার কোটি টাকার সম্পত্তি নিজেদের পকেটে ভরেছে”। বৃহস্পতিবার তদন্তকারী সংস্থার সামনে কংগ্রেস সভানেত্রীর উপস্থিতির আগে সাংবাদিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মন্তব্য করেছেন বিজেপি নেতা।
প্রসাদের বক্তব্য, সনিয়া গান্ধী এবং তাঁর ছেলে রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতাদের বিরুদ্ধে যে মামলা, তা বাতিলের আবেদন সুপ্রিম কোর্ট সহ প্রতিটি আদালত খারিজ করেছে। তাঁরা জামিনে রয়েছেন। মূলত কংগ্রেস একটি পরিবারের পকেট ভরার কাজ করছে। নেতার কথায়, গান্ধী পরিবার ইন্ডিয়াকে ভাসিয়ে দিয়েছে। কংগ্রেসের নেতা-নেত্রীরা ইডির পদক্ষেপকে ঘিরে যে বিক্ষোভ প্রদর্শন করছেন, কোনও দিক থেকেই তা ঠিক নয়।
হাত শিবিরের নেতাদের বক্তব্য, বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার ফলাফল এটি। সনিয়া গান্ধীকে ইডি তলব করায় দেশজুড়ে বিক্ষোভের পরিকল্পনা করেছে কংগ্রেসের নেতৃত্বরা। দলের কথায়, গোটা কংগ্রেস পরিবার সভানেত্রীর সঙ্গে দাঁড়িয়ে রয়েছে।