মহানগর ডেস্ক: ওড়িশার কাছে তৈরি হয়েছে নিম্নচাপ। কিন্তু আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office) জানিয়েছে, আগামী ৪-৫ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে। বেশিরভাগ সময় বিক্ষিপ্তভাবে বৃষ্টি নজরে পড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অর্থাৎ খুব সামান্য সময়ের জন্য বৃষ্টি হবে আর তারপর আবার আকাশ পরিষ্কার হয়ে যাবে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী দিনে গরম বাড়তে পারে উত্তরবঙ্গে। একদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কম হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষাবাদ। অন্যদিকে অতিরিক্ত বৃষ্টিপাতের জেরে জলের তলায় উত্তরবঙ্গের একাধিক এলাকা। এদিকে আবহাওয়া দফতর সূত্রে, উপকূলের দক্ষিণ চব্বিশ পরগণা এবং দুই মেদিনীপুর বাদে আগামী ৪/৫ দিন বৃষ্টির সম্ভাবনা নেই দুই বঙ্গে। এই মুহূর্তে নিম্নচাপ অনেকটাই দূরে রয়েছে। যে কারণে তাপমাত্রা বাড়তে চলেছে উত্তরবঙ্গের এবং বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। সেইসঙ্গে আগামী ১৫ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
জুন মাসে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের ঘাটতি ছিল ৪৯ শতাংশ। এমনকি চলতি মাসেও সেভাবে বৃষ্টির দেখা মেলেনি। অন্যদিকে তিলোত্তমার তাপমাত্রা বেড়েই চলেছে। আবহাওয়ার তেমন কোনও পরিবর্তনের আশ্বাস দিতে পারছেন না আবহবিদরা। তাঁদের কথায়, বুধবারও কলকাতায় বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনা নেই। শহরের তাপমাত্রা এদিন থাকতে পারে সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল যা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস এবং ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতায় বৃষ্টি হয়েছে ৬ মিলিমিটার। হাওয়া অফিস সূত্রে, উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই বাড়তে চলেছে।