Home Featured IT Rule Change: সোশ্যাল মিডিয়া নিয়ে অভিযোগ নিষ্পত্তিতে তৎপর কেন্দ্র! আইটি নিয়মে বদল আনতে আসছে আপিল কমিটি

IT Rule Change: সোশ্যাল মিডিয়া নিয়ে অভিযোগ নিষ্পত্তিতে তৎপর কেন্দ্র! আইটি নিয়মে বদল আনতে আসছে আপিল কমিটি

by Arpita Sardar

মহানগর ডেস্ক: যত দিন ততই মানুষ প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছে। বিশেষত নিজেদের কোন বার্তা জনগণের কাছে ছড়িয়ে দিতে সোশ্যাল মিডিয়াকে মাধ্যম করছে। জনগণের সুবিধা ও অসুবিধার কথা ভেবে সোশ্যাল মিডিয়ার জন্মদাতা কিংবা পরিচালনকারীরা বিনামূল্যে কোন ব্যবহারকারীকে সেই সুযোগ দিচ্ছে। কিন্তু অনেক সময়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সংস্থাগুলি নিয়ম লঙ্ঘনকারী কোন জিনিস পোস্ট করে বা সেটিকে শেয়ার করে। পরবর্তীতে সোশ্যাল মিডিয়া থেকে সেই পোস্ট সরিয়ে নেওয়ার কথা বলা হলেও অনেক সংস্থা জিহাদই মনোভাব নিয়ে সেটিকে ডিলিট করে না বলে একাধিক বার অভিযোগ উঠেছে। কিন্তু এবার এই ধরনের অভিযোগ নিষ্পত্তির জন্য আপিল প্যানেল স্থাপনের সিদ্ধান্ত বাস্তবায়িত করতে শুক্রবার তথ্য প্রযুক্তি বা আইটি নিয়মে পরিবর্তন এনেছে। তিন জন সরকারি কর্মকর্তাকে নিয়ে তৈরি হচ্ছে গ্রিভান্স আপিল কমিটি।

জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ার বিধি লঙ্ঘন করে, এমন কোনও পোস্ট সরাতে যদি কোনও সংস্থা অস্বীকার করে, তাহলে যে কেউ অভিযুক্ত সংস্থার বিরুদ্ধে এই প্যানেলের কাছে আবেদন করবে। সেই ভিত্তিতে কমিটি ও সংস্থার বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেবে, সেটাই শিরোধার্য হবে এবং সোশ্যাল মিডিয়া সংস্থাকে সেটাই মানতে হবে। কমিটির নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি অভিযোগ আপিল কমিটিতে ২ সদস্য সহ একজন করে চেয়ারপার্সন নিযুক্ত করবে কেন্দ্রীয় সরকার। একজন নির্বাচিত হবে পদাধিকার বলে এবং দুইজন থাকবেন স্বতন্ত্র সদস্য। আগামী ৯০ দিনের মধ্যে গ্রিভান্স আপিল কমিটি গঠন করা হবে। সেখানে কোনও ব্যক্তি অভিযোগ জানালে তার ১ মাসের মধ্যে কমিটি তার সিদ্ধান্ত জানাবে।
এদিকে প্যানেলের নির্দেশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে সেই পোস্ট নিয়ে পদক্ষেপ করতে হবে।

এর আগে একাধিক বার এই আইটি নিয়ম নিয়ে গুগল, ফেসবুক, টুইটারের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে কেন্দ্র। বহু ক্ষেত্রেই সেই মামলা উপস্থিত হয়েছে আদালতের দোরগোড়ায়। কারণ সোশ্যাল মিডিয়ার নিয়মেই বলা আছে, ভারতের ঐক্য, অখণ্ডতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা, প্রতিরক্ষা বিরোধী কোনও পোস্ট সোশ্যাল মিডিয়া প্রশ্রয় দেবে না। অসভনীয়, অপমানজনক, অশ্লীল, শিশু যৌন নির্যাতন, অন্যের গোপনীয়তার সঙ্গে সম্পর্কিত কোনও বিষয়, জাত, বর্ণ, হয়রানিমূলক কোনও পোস্ট করা যাবে না সোশ্যাল মিডিয়ায়। করলেও তা কারোর আপত্তিতে সরিয়ে নিতে বাধ্য সোশ্যাল মিডিয়া সংস্থা। এবার সেই পোস্ট যদি না সারায় তার বিরুদ্ধে কড়াকড়ি ব্যবস্থা নিতে এই আপিল কমিটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

You may also like