মহানগর ডেস্ক: মঙ্গলবার শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বিদ্রোহী দলের নেতাদের একটি গাছের ‘পচা পাতার’ সঙ্গে তুলনা করেছেন। তাঁর বক্তব্য, বিদ্রোহী দলের লোকেরা তাঁকে সমর্থন করে কিনা, তা পরিষ্কার করার জন্য নির্বাচন হোক। গত মাসে মুখ্যমন্ত্রীর পদ থেকেই সরে দাঁড়ানোর পর ঠাকরে বলেছেন, দলের কিছু নেতাকে খুব বেশি বিশ্বাস করাটা ভুল হয়েছিল।
উল্লেখ্য, গেল মাসে মহারাষ্ট্র সরকারের নেতৃত্বাধীন মহা বিকাশ আঘাদি সরকার ধসে পরে, যা শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের জোট সরকার ছিল। সেনা বিধায়ক একনাথ শিণ্ডে সহ ৩৯ জন বিধায়ক দলের নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। তারপরই ভোল বদলেছে মহারাষ্ট্র সরকারের। মুখ্যমন্ত্রী পদে বসেছেন একনাথ শিণ্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথায়, ‘বিদ্রোহীরা গাছের পচা পাতার মত। সেগুলিকে ফেলে দেওয়া উচিত। একটি গাছের জন্য নষ্ট ও পচা পাতা ফেলে দেওয়া অত্যন্ত জরুরি’। তিনি আরও বলেছেন, বিদ্রোহীরা যা দাবি করেছেন তার পরিপ্রেক্ষিতে নির্বাচন হোক। দেখুক মানুষ কাকে বেছে নেয়। লোকেরা হয় আমাদের ভোট দেবে নয়তো বিরোধীদের সমর্থন করবে। এটা নির্বাচন হলেই পরিষ্কার হয়ে যাবে। এদিকে মারাঠা রাজনীতিতে বদল ঘটার বিষয় বলেছেন, মনে হচ্ছে আমি কিছু সেনা নেতার উপর খুব বেশি আস্থা রেখে ফেলেছিলাম। এতদিন তাদের বিশ্বাস করাটা আমার ভুল। বিদ্রোহের জন্য এক কথায় নিজেকেই দায়ী করেছেন উদ্ধব ঠাকরে।
প্রসঙ্গে তিনি দাবি করেন, ‘বিজেপি কেবল শিবসেনা ভাঙ্গার চেষ্টাই করছেনা, বরং অন্যান্য দলের বড় নেতাদেরও উপযুক্ত করে তোলার চেষ্টা করছে। একসময় তাঁরা কংগ্রেস থেকে সর্দার প্যাটেলকে যথাযথ জায়গা দিতে গিয়ে আমার প্রয়াত বাবা বালাসাহেব ঠাকরের সঙ্গে একই কাজ করেছিল। মনে হচ্ছে, এরা বিশ্বাস করার যোগ্য নয়। তাঁরা শুধু সেনার অন্দরে দন্দ্ব লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে’। তাঁর বক্তব্য, ‘মহা বিকাশ আঘাদি শিবিরে সকলে৮৮ একজন আরেকজনকে সম্মান করত। যদি কোনও ভুল পদক্ষেপ আমরা নিতাম, তাহলে জোট সরকারের বিরুদ্ধে এতদিনে আওয়াজ উঠত’।