Home Featured Margaret Alva: ‘উপরাষ্ট্রপতি নির্বাচনে জগদীপ ধনখড়ের জেতা সহজ হবে না’, দাবি বিরোধী প্রার্থীর

Margaret Alva: ‘উপরাষ্ট্রপতি নির্বাচনে জগদীপ ধনখড়ের জেতা সহজ হবে না’, দাবি বিরোধী প্রার্থীর

by Anamika Nandi

মহানগর ডেস্ক: আগামী ৬ আগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচন (Vice Presidential Election)। আর তাতে সহজে জিততে পারবেন না জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar), দাবি বিরোধী প্রার্থীর। বিশেষজ্ঞদের মতে, নির্বাচনে খুব সহজেই জয় হাসিল করবেন এনডিএ প্রার্থী। কিন্তু তা মানতে নারাজ মার্গারেট আলভা (Margaret Alva)। তিনি জানিয়েছেন, “অনেক কিছুই ঘটতে পারে আসন্ন নির্বাচনে। ২০টি দলের হয়ে লড়ছি। সংসদ ঠিকভাবে চলছে না। পরিবর্তনের সময় এসেছে”।

NDA প্রার্থীর জেতা প্রসঙ্গে মার্গারেট আলভা বলেছেন, “নির্বাচনটি হল একটি আদর্শের লড়াই। ভারতীয় সংসদের গুরুত্বকে অক্ষুন্ন রাখা, উপরাষ্ট্রপতির অন্যতম দায়িত্ব। শাসক জোট এমন একজনকে প্রার্থী করেছে, যিনি বাংলার দায়িত্ব পালন করতে গিয়ে নানা বিষয়ে সমালোচিত হয়েছেন। ভাবুন, সেই লোকটা উপরাষ্ট্রপতি পদে বসে আছেন!”

পরিষ্কার ভাষায় বিরোধী প্রার্থী বোঝাতে চেয়েছেন, যে বাংলার দায়িত্ব সামলাতে গিয়ে হিমশিম খেয়েছেন, তিনি কী করে উপরাষ্ট্রপতি পদে বসতে পারেন। তাঁর বক্তব্য, ‘এই নির্বাচন সংবিধানের মূল্যবোধকে ধরে রাখার লড়াই। যার প্রতি আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের উপরে গণতান্ত্রিক ভিত্তি রক্ষা করার দায়িত্ব রয়েছে। যা বর্তমানে প্রচণ্ড চাপের মুখে রয়েছে। পাশাপাশি এটি বাক স্বাধীনতা রক্ষার লড়াইও’। একদিকে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিএসপি ও বিজেডি জগদীপ ধনখড়কে সমর্থনের কথা ঘোষণা করেছে।

এদিকে মার্গারেট আলভা বলেছেন, ‘দেখা যাক কি হয়। আমি এখনও মনে করি বিরোধীদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। তাঁর মধ্যে একটা আলাদাই ব্যাপার রয়েছে’। প্রসঙ্গত, গত সপ্তাহে তৃণমূল কংগ্রেসকে নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেছেন আলভা। টুইটে তিনি লেখেন, ‘এই গুরুত্বপূর্ণ নির্বাচনে নিরপেক্ষ থাকা বিরোধীদের সাহায্য করবে না। এতে সুবিধা হবে শাসকদলেরই’।

You may also like