Home Entertainment Jacqueline Fernandez money mockery : বিচারপতির মুখোমুখি সিংহলী সুন্দরী! ২০০ কোটি আর্থিক তছরুপ মামলায় জবানবন্দি জ্যাকলিনের

Jacqueline Fernandez money mockery : বিচারপতির মুখোমুখি সিংহলী সুন্দরী! ২০০ কোটি আর্থিক তছরুপ মামলায় জবানবন্দি জ্যাকলিনের

by Arpita Sardar

মহানগর ডেস্ক: ২০০ কোটি টাকার আর্থিক তছরুপ মামলায় সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিন ফার্নান্ডেজের নাম জড়ানোর পর বলিউড অভিনেত্রীকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সঙ্গে বেশ অনেককেই থানায় হাজির হবার নির্দেশ দিয়েছিল দিল্লির আর্থিক অপরাধ দমন শাখা। সে সময় ইডি জ্যাকলিনের বিরুদ্ধে এই মামলায় চার্জশিট দাখিল করলে অভিনেত্রী ইডির তদন্ত পদ্ধতি ‘ভুয়ো’ এবং ‘অন্যের মদতপুষ্ট’ বলে দাবি তুলে পাল্টা অন্তর্বর্তী জামিনের জন্য দিল্লির একটি আদালতে আবেদন করেছিলেন। সেই সময় পটিয়ালা কোর্ট অভিনেত্রীর জামিন মঞ্জুর করে। কিন্তু শনিবার পটিয়ালা হাউস জেলা আদালতে আর্থিক তছরুপের মামলায় বিচারপতির সামনে জ্যাকলিন জবানবন্দিতে জানান, প্রচুর সম্পত্তির অধিকারী সুকেশ অভিনেত্রীদের ধনবলে প্রভাবিত করার চেষ্টা করতেন। তিনি আরও বলেন, ২০০ কোটির এই মামলায় কোনও ধরনের প্রভাব খাটানো হয়নি তার উপর।

উল্লেখ্য, এই মুহূর্তে সুকেশ চন্দ্রশেখর রাত কাটাচ্ছে দিল্লির তিহাড় জেলে। যদিও অনেকেই সুকেশকে জ্যাকলিনের ‘স্বপ্নের পুরুষ’ বলে দাবি করেছেন ! এবার ২০০ কোটি টাকা তছরুপ মামলার তদন্তে নেমে তেমনই তথ্য এসেছে তদন্তকারীদের হাতে।

সূত্রের খবর, ‘কনম্যান’ সুকেশকে নাকি বিয়ের প্রস্থাব দিয়েছিলেন সিংহলি সুন্দরী। তাঁর কাছ থেকে প্রায় ১০ কোটি টাকার উপহারও নিয়েছিলেন বি-টাউনের এই মোহময়ী অভিনেত্রী। যদিও তদন্তের মুখে তিনি স্বীকার করেছিলেন সুকেশের আর্থিক তছরুপের বিষয়ে তিনি একেবারেই অবগত ছিলেন না।

You may also like