মহানগর ডেস্ক : সুকেশ চন্দ্র শেখর আর্থিক দুর্নীতি মামলায় শুরু থেকেই নাম জড়িয়েছে বলিউডের অভিনেত্রীদের ফার্নান্ডেজের।২০০ কোটি টাকা আর্থিক তছরুপ মামলায় ইতিমধ্যে জেলে রয়েছেন সুকেশ। এনফর্সমেন্ট ডিরেক্টরাতে তরফ থেকে একাধিকবার মামলার খাতিরে জেরা করা হয়েছে জ্যাকলিনকে। সেখানে উঠে এসেছে একাধিক তথ্য। ইডি দাবি করেছেন জেরার মুখে একেকবার একেক রকম বয়ান দিয়েছেন অভিনেত্রী। তবে সম্প্রতি জ্যাকলিনের আইনজীবী দাবি করলেন তার মক্কেল একেবারে নির্দোষ।
নতুন এক সাক্ষাৎকারে জানা গিয়েছে অভিনেত্রীর আইনজীবী জানিয়েছেন সুকেশ চন্দ্র শেখর চিঠির মাধ্যমে তাকে জানিয়েছেন জ্যাকলিন এই ঘটনার আদ্যপ্রান্ত জানেনা। তার সঙ্গে এই মামলার কোনো যোগসূত্র নেই। তাকে কেবলমাত্র ফাঁসানো হচ্ছে এই মামলার সঙ্গে। সেই সঙ্গে তিনি জানিয়েছেন মক্কেলকে নির্দোষ প্রমাণ করার জন্য এবং তার জন্য লড়াই শেষ পর্যন্ত চালিয়ে যাবেন তিনি।
তবে ইডি সূত্রে খবর, জ্যাকলিনকে জেরা করে একাধিক এমন তথ্য হাতে এসেছে যা আর্থিক তৎসৎ মামলায় নতুন দিশা দেখিয়েছে। এমনকি সুকেশের কাছ থেকে দামি দামি উপহার পাওয়ার পরেও তার বিরোধিতা না করে তিনি সেগুলি নিয়ে গেছেন। জ্যাকলিন জানতেন সুকেশ সোজা পথের লোক নয়। তারপরও তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি।