Home Entertainment Jacquline Fernandez : পাতিয়ালা হাউস কোর্টে হাজিরার নির্দেশ জ্যাকলিনকে

Jacquline Fernandez : পাতিয়ালা হাউস কোর্টে হাজিরার নির্দেশ জ্যাকলিনকে

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : ২০০ কোটি টাকার আর্থিক তছরূপ মামলায় এবার জ্যাকলিনের হাজিরা পাতিয়ালা হাউজ কোর্টে। শুক্রবার সকাল বেলা আদালত চত্তরে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন কোর্ট। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক তছরূপ মামলায় নাম জড়িয়ে গিয়েছে এই বলিউড অভিনেত্রীর। শুধু তাই নয় সুকেশের তরফ থেকে প্রায় দুই লক্ষ টাকার উপহার পর্যন্ত নিয়েছিলেন অভিনেত্রী। যা ইতিমধ্যে তো কত করেছে দিল্লি পুলিশ।

বেশ কয়েক মাস ধরে সম্পর্কে রয়েছেন জ্যাকলিন এবং সুকেশ। শুধু তাই নয় তাদের সেই সম্পর্ক স্বীকার করেছেন ঠকবাজ সুকেশ। ভাইরাল হয় তাদের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবিও। এই ঠকবাজের থেকে একাধিক দামি দামি উপহার পর্যন্ত নিয়েছেন জ্যাকলিন যার একটি চার্জশিট ইতিমধ্যে পেশ করেছেন দিল্লী পুলিশ। যদিও সেই উপহারের অধিকাংশ বাজেয়াপ্ত করেছে এন ফোর্সমেন্ট ডিরেক্টর।

তার জামিনের বিরোধিতা করে, ইডি আদালতে যুক্তি দিয়েছিল যে জ্যাকলিন তদন্ত এড়াতে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। ‘আমরা আমাদের সারা জীবনে ৫০ লক্ষ নগদ দেখিনি কিন্তু জ্যাকলিন মজা করার জন্য ৭.১৪ কোটি টাকা তুলেছেন। তিনি বইয়ের প্রতিটি কৌশল চেষ্টা করেছেন এবং পালানোর চেষ্টা করেছেন কারণ তার কাছে যথেষ্ট অর্থ রয়েছে’ দাবি ইডির। অভিনেত্রীকে কেন গ্রেফতার করা হল না তা নিয়েও তদন্তকারী সংস্থাকে প্রশ্ন করেছিল আদালত। ‘এলওসি জারি করেও আপনি জ্যাকলিনকে এখনও গ্রেপ্তার করেননি কেন? অন্য আসামিরা কারাগারে রয়েছেন। বাছাই-বাছাই নীতি কেন গ্রহণ করবেন?’ আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে জিজ্ঞাসা করেন।

আপাতত জামিনের কোন জামিন মঞ্জুর না হলেও তার আইনজীবী জানিয়েছেন জ্যাকলিন সম্পূর্ণ নির্দোষ। শুধু তাই নয় সুকেশ নাকি তাকে লিখিত চিঠি দিয়েছেন যেখানে তিনি স্বীকার করেছেন জ্যাকলিনের সঙ্গে এই আর্থিক তছরূপ মামলার কোনরকম যোগসূত্র নেই।

You may also like