Home Featured New Vice President: উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী জগদীপ ধনখড়

New Vice President: উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী জগদীপ ধনখড়

by Anamika Nandi

মহানগর ডেস্ক: দেশের নতুন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। ৫২৮টি ভোট পেয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল। বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে বিপুল ভোটে হারিয়ে জয়লাভ করলেন NDA প্রার্থী।

সূত্র অনুযায়ী, ভোটের নিরিখে এম ভেঙ্কাইয়া নাইডুকেও পিছনে ফেলে দিয়েছেন পশ্চিমবাংলার প্রাক্তন রাজ্যপাল। নির্বাচনে ৭৮০ জন সাংসদের ভোট দেওয়ার কথা। লোকসভার ৫৪৩ জন এবং রাজ্যসভার ২৪৫ জন। রাজ্যসভার যে আটটি আসন খালি রয়েছে তা, ছাড়া তৃণমূলের সাংসদদের বাদ দিয়ে হিসেব বলছে ৭২৫ জন সাংসদ নির্বাচনে ভোট দিয়েছেন। ৩৭১টি ভোট পেলেই দেশের উপরাষ্ট্রপতি হতেন জগদীপ ধনখড়। সেখানে ৫২৮টি ভোট গিয়েছে তাঁর নামে।

এদিকে মার্গারেট আলভা ২০০টিরও কম ভোট পেয়েছেন। বেশ বড়সড় ব্যবধানে বিরোধী প্রার্থীকে হারিয়েছেন এনডিএ প্রার্থী। প্রত্যাশিতভাবেই দেশের নয়া উপরাষ্ট্রপতি হয়েছেন জগদীপ ধনখড়। জানা গিয়েছে, ফল প্রকাশের পর নরেন্দ্র মোদি সহ বিজেপির সকল নেতৃত্বরা ধনখড়কে অভিনন্দন জানাতে প্রহ্লাদ জোশীর ১১ আকবর রোডের বাড়িতে যাবেন।

উপরাষ্ট্রপতি পদে NDA ধনখড়ের নাম ঘোষণার পর পশ্চিমবাংলার রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন তিনি। আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ছিল ভোটগ্রহণ। ৬টা থেকে শুরু হয় ভোট গণনা। বর্তমানে উপরাষ্ট্রপতি পদে রয়েছেন এম ভেঙ্কাইয়া নাইডু। আগামী ১০ তারিখ তাঁর মেয়াদ শেষ হচ্ছে। ১১ আগস্ট উপরাষ্ট্রপতি পদে শপথ নেবেন জগদীপ ধনখড়।

You may also like