মহানগর ডেস্ক: ফের কাশ্মীরে ( Jammu-Kashmir) জঙ্গি হামলায় মৃত্যু হল এক পুলিশকর্মীর। আহত আরও ২। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের। জঙ্গিদের (Terrorist Attack) সন্ধানে ইতিমধ্যেই ঘিরে ফেলা হয়েছে এলাকা। গোটা এলাকা জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার শ্রীনগরের লালবাজার এলাকায় জিডি গোয়েঙ্কা স্কুল সংলগ্ন অঞ্চলে পুলিশের একটি দল তল্লাশি চালাচ্ছিল। আচমকাই সেই সময় ওই দলের উপর হামলা চালায় সন্ত্রাসবাদীরা। তাদের গুলিতে ঘটনাস্থলে মারা যান অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মুস্তাক আহমেদ। আহত হন আরও ২। তাঁদেরকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গতকাল জঙ্গিদের ধরতে পুলিশ গুলি চালালেও, তারা পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের বিশাল বাহিনী এবং ঘিরে ফেলা হয় এলাকা। শেষ পাওয়া খবর অনুযায়ী, জঙ্গিদের সন্ধান পাওয়া যায়নি। গত এপ্রিল থেকেই একের পর এক জঙ্গি হামলা হয়ে চলেছে ভূস্বর্গে। কখনও সেই হামলায় বলি হয়েছেন অভিনেত্রী তো কখনও পুলিশ কর্মী। প্রথমে সরকারি অফিসে ঢুকে জঙ্গিরা খুন করেছিল এক কাশ্মীরি পণ্ডিতকে।
সেই ঘটনার পর থেকেই হাওয়া গরম হয়ে ওঠে উপত্যকার। গত জুনে জম্মু ও কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছিলেন, চলতি বছরে জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে কড়া অভিযান চালিয়ে ১০০-র উপর জঙ্গিকে নিকেশ করা গিয়েছে। কিন্তু তারপরেও বন্ধ হয়নি সন্ত্রাস হানা। প্রসঙ্গত ২০১৯-এ কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করা হয়।
তারপর সেখানে শান্তি ফিরেছে বলে দাবি করেছে কেন্দ্র। কিন্তু সাম্প্রতিককালে কাশ্মীরি পণ্ডিতদের উপর যেভাবে হামলা হচ্ছে, তাতে বিপদ বাড়ছে শাসক দলের। উপত্যকায় অ-মুসলিমদের উপর সন্ত্রাসবাদীদের হামলা চাপের মুখে ফেলেছে কেন্দ্রের মোদি সরকারকে। এদিন ফের জঙ্গির গুলিতে নিহত হয়েছেন এক পুলিশ কর্মী।