Home Featured Jam-packed Modi’s Schedule: ঠাসা কর্মসূচি নিয়ে উত্তরভারত পাড়ি মোদির! দীপাবলি কাটবে সীমান্ত জওয়ানদের সঙ্গে!

Jam-packed Modi’s Schedule: ঠাসা কর্মসূচি নিয়ে উত্তরভারত পাড়ি মোদির! দীপাবলি কাটবে সীমান্ত জওয়ানদের সঙ্গে!

by Arpita Sardar

মহানগর ডেস্ক: দেশ জুড়ে ঠিক যে সময় আলোর উৎসবে মাতবে দেশবাসী। ঠিক সে সময়ই দেশের শাসকপ্রধান ঠাসা কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকবেন। ১৯ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত গুজরাট, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্য সফরে বেরোবেন প্রধানমন্ত্রী মোদী। এরপরই সব শেষে ২৪ অক্টোবর দীপাবলি দিওয়ালি উদযাপন করবেন সীমান্ত সৈন্যদের সাথে।

বুধবার থেকেই মোদীর শুরু হয়েছে দুই দিনের গুজরাট সফর। সেখানে ১৫ হাজার ৬৭০ কোটি টাকার সরকারি নানান প্রক্লপ উদ্বোধনের সঙ্গে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এছাড়াও রয়েছে গান্ধীনগরের মহাত্মা মন্দিরে ডেফএক্সপো ২০২২-র উদ্বোধন। তালিকায় রয়েছে মিশন স্কুলস অফ এক্সিলেন্স এর উদ্বোধন, জুনাগড় এবং রাজকোটে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন। রাত পোহালেই গুজরাট থেকেই সূচনা করবেন মিশন লাইফ।

এরপরই ২১ অক্টোবর উত্তরাখণ্ড সফরে যাবেন প্রধানমন্ত্রী। সেখানকার কর্মসূচির মধ্যে রয়েছে কেদারনাথ, বদ্রীনাথ মন্দির দর্শন। সেখানকার সড়ক উন্নয়নের কাজ খতিয়ে দেখা সহ সম্প্রতি গৌড়িকুন্ডু থেকে কেদার ধামে আড়াই হাজার কোটি টাকার রোপওয়ে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এরপর সেখান থেকেই ২৩ অক্টোবর উত্তরপ্রদেশ সফরে যাবেন প্রধানমন্ত্রী। দিওয়ালির আগের সন্ধ্যায় অযোধ্যায় আয়োজিত দীপোৎসবে অংশ নেবেন তিনি। এরপর প্রথা মেনে সেনাদের সঙ্গে দিওয়ালি উদযাপন করতে ২৪ অক্টোবর পাড়ি দেবেন সীমান্তে।

You may also like