Highlights
- জাপানের ওসাকা শহরের একটি সিনেমা হলে দেখানো হয় ‘থ্রি ইডিয়েটস’
- হল বন্ধের আগে শেষবারের মতো ভেসে উঠল ‘ইডিয়েটস’ দের কাহিনি
- ২৯ ফেব্রুয়ারি আয়োজন করা হয় এই শোয়ের
মহানগর ওয়েবডেস্ক: ২০০৯ এর সবথেকে বড় হিট ছিল রাজকুমার হিরানীর ‘থ্রি ইডিয়েটস’। আমির খান, আর মাধবন, শারমান জোশী, করিনা কাপুর খান এবং বোমান ইরানিরা ছিলেন মুখ্য চরিত্রে। ছবিতে তিন বন্ধু অর্থাৎ আমির (র্যাঞ্চো), মাধবন(ফারহান) এবং শারমান (রাজু) বন্ধুত্বের কথা তুলে ধরা হয়েছে। ব্যবসাও চুটিয়ে করেছিল, বক্স অফিসে নয়া রেকর্ড গড়েছিল হিরানীর এই ছবিটি। ১১ বছর আগে শুরু হওয়া ‘র্যাঞ্চো’, ‘রাজু’, ‘ফারহান’ এবং ‘ভাইরাস’ এর জার্নি এখনও চলছে। জাপানের ওসাকা শহরের একটি সিনেমা হলে দেখানো হয় ‘থ্রি ইডিয়েটস’। হল বন্ধ হয়ে যাওয়ার আগে স্ক্রিনে দেখা গেল আমির ওরফে র্যাঞ্চোর নানান কীর্তি।
জাপানের ওসাকা শহরের একটি সিনেমা হলে দেখানো হল হিরানীর ‘থ্রি ইডিয়েটস’। হল বন্ধের আগে শেষবারের মতো ভেসে উঠল ‘ইডিয়েটস’ দের কাহিনি, সঙ্গে র্যাঞ্চো এবং ভাইরাসের কারনামা। হাসি থামাতে পারলেন না দর্শকেরা। হল ভর্তি প্রচুর মানুষ। জানা যায়, ২৯ ফেব্রুয়ারি আয়োজন করা হয় এই শোয়ের।সোশ্যাল মিডিয়ায় আয়োজকরা পুরো বিষয়টিকে তুলে ধরেছেন। তাঁরা বলেন, ‘এটাই শেষ শো ফিউজ লাইন সিনেমা। ১৫:৩০ আয়োজন করা হয়েছিল ছবিটি। ১৩১ জন ছিলেন উপস্থিত। পুরোটাই ছিল হাউসফুল। আপনাদের অসংখ্য ধন্যবাদ।’ উল্লেখ্য, ‘লাল সিং চাড্ডা’ য় দেখা যাবে আমির খান এবং করিনা কাপুরকে। ২০২০র বড়দিনে মুক্তি পাবে ছবিটি।