Home Entertainment Jaya Bachchan : পড়ুক আছাড় খেয়ে! ফটোগ্রাফারদের ওপর বেজায় চটলেন জয়া বচ্চন

Jaya Bachchan : পড়ুক আছাড় খেয়ে! ফটোগ্রাফারদের ওপর বেজায় চটলেন জয়া বচ্চন

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : সাংবাদিক বা আলোকচিত্রীদের সঙ্গে জয়া বচ্চনের সম্পর্কটা কোনদিনই সেরকম ভাল নয়। মাঝেমাঝেই এমন কিছু আলটপকা মন্তব্য করে বসেন যার জন্য নেটিজেনদের নেক নজরে পড়েন বর্ষিয়ান এই অভিনেত্রী। সম্প্রতি ল্যাকমি ফ্যাশন উইকের শেষ দিনে নাতনি নভ্যা নভেলি নন্দাকে পৌঁছতে গিয়েছিলেন তিনি। স্বাভাবিকভাবেই সেখানে পৌছতে তার সঙ্গে নাতনির ছবি তোলার হুড়োহুড়ি পড়ে যায়। আর তাতেই বেজায় ক্ষেপেছেন অমিতাভ পত্নী।

দেখা যাচ্ছে ভেন্যুতে প্রবেশ করার আগে গোলাপি রঙের সালোয়ার পড়েছেন ছয়া। পাশে রয়েছে নাতনি। তাদের ছবি তোলার জন্য তাড়াহুড়ো করতে গিয়ে এক পাপ্পারাজি হঠাৎ করে পড়ে যায়। তাকে দেখে জয়া বলে ওঠেন,’ নিজেকে ঠিক করে রাখুন’। আর একজন পাপ্পারাজির দিকে চোখ পড়ল তাকে প্রশ্ন করেন ,’তোমরা কি মিডিয়ার লোক? কোন প্রতিষ্ঠানে থেকে এসেছে তোমরা’। এরপর তাদের উত্তর দিতে কয়েকজন বলেন ভাইরাল ভায়ানি, মানব মঙ্গলানির তরফ থেকে এসেছে সেই সমস্ত ক্যামেরাম্যানরা। সেই নাম শুনে অবাক হয়ে জয়া প্রশ্ন করেন,’ কী? এসব কোন মিডিয়ার নাম?’ সঙ্গে সঙ্গে তারা জানায় তারা মিডিয়ার লোক নন পাপ্পারাজি। ঘটনাটি ঘটে তার পরেই।

তাদের উত্তর শুনে সোজা হাঁটা লাগান জয়া। প্রবেশদ্বারে ঢোকার আগে পর্যন্ত তাদের দিকে আর মুখ তুলে তাকাননি জয়া। এই ভিডিও ভাইরাল হতে বেশ বিরক্তি প্রকাশ করেছেন নেটে নাগরিকরা। কেউ লিখেছেন,’ আমি বুঝিনা এই মহিলা সব সময় এত বিরক্ত কেন থাকেন?’ আবার অন্য একজন লিখেছেন,’ মিডিয়া কেন জয়া বচ্চনের ছবি তোলে এরকম ব্যবহার করার পরেও। একেবারে বন্ধ করে দিক না তোলা। তাতে উনিও শান্তি পান আর আপনাদের এত অপমানিত হতে হয় না’।

You may also like