Home Entertainment Jaya Bachchan : ‘মেয়েরাই মেয়েদের শত্রু’ বললেন জয়া! মেয়ে শ্বেতা আঙুল তুলল মায়ের দিকেই

Jaya Bachchan : ‘মেয়েরাই মেয়েদের শত্রু’ বললেন জয়া! মেয়ে শ্বেতা আঙুল তুলল মায়ের দিকেই

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন মাঝেমধ্যেই নিজের মন্তব্যের কারণে উঠে আসেন। এবারেও সেক্ষেত্রে অন্যথা নয়। সম্প্রতি নাতনি নব্য নভেলের পডকাস্ট অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সেখানেই মন্তব্য করলেন মেয়েরাই মেয়েদের শত্রু। তবে তার পরিবর্তে যেটা শুনতে হলো তাকে সেটার জন্য কোথায় প্রস্তুত ছিলেন না বর্ষীয়ান এই অভিনেত্রী। আর সেই উত্তরটা এলো মেয়ের কাছ থেকে।

নিজের পডকাস্টে নব্যা বলছিলেন কী ভাবে ছেলেদের পাশাপাশি মেয়েদের কেউ ছোটবেলা থেকে সমানভাবে মানুষ করা উচিত। সেখানে মাঝপথে জয়া বলেন,’ মেয়েদের শিক্ষা অন্যদিকে নিয়ে যায়। যেটা খুব খারাপ। আমি এটা বলতে চাই আবার ভাবি বলার দরকার নেই কারণ সেটা অন্য মানে হতে পারে। তবে একটা কথা বলব মেয়েরাই নিজেদের নিজের শত্রু’। এরপরেই শ্বেতা বচ্চন বলেন মা ছোটবেলা থেকে তার সঙ্গে ততটা ভালো ব্যবহার করতেন না। বলেন,’ মেয়েদের উচিত আর একটা মেয়েকে সাপোর্ট করা’। জয়া জানান তিনি কিভাবে তার নাতনিকে সবসময় সাপোর্ট করেন এবং তাকে সাহায্য করার চেষ্টা করেন।

পরেই মাকে সামান্য ঠুকে শ্বেতা বলেন,’ আসলে একটা কথা রয়েছে যেসব মহিলারা মহিলাদের সাহায্য করে না তাদের জন্য নরকে একটা জায়গা বাছা রয়েছে। আমার মনে হয় এই জিনিসটা নিজেদের বাড়ি থেকে শুরু হওয়া উচিত। তাই না মা’। মেয়ের এই উত্তরের জন্য প্রস্তুত ছিলেন না অভিনেত্রী ‘মা’। সঙ্গে সঙ্গে ধমক দিয়ে চুপ করালেন মেয়েকে। আর ঠিক তারপরেই মুখ খোলেন নাতনি নব্যা জানালেন তার মায়ের মত কী ভাবে কেউ এবং মেয়ের পার্থক্যটা ছোটবেলাতেই বুঝিয়ে দেওয়া হয়েছিল। শুধু তাই নয় নিজেকে পাঞ্চিং ব্যাগ হিসেবে পরিচয় দিলেন।

নব্যার এই পডকাস্টে বচ্চন পরিবারের এক অন্য দিক উঠে এসেছে। যদিও এর আগে মা মেয়ের সংঘাত ধরা পড়েছে ক্যামেরার মধ্যে। যদিও খুব সুনিপুণভাবে সেটা এড়িয়ে গিয়েছেন পরিবারের প্রত্যেকে। এর ক্ষেত্র তেমন কিছু একটা হবে আশা করছে নেটিজেনরা।

You may also like