মহানগর ডেস্ক: কিছুদিন আগে পাপারাৎজিদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি। সিনেমা,রাজনীতি বাদ দিয়ে তাঁর ব্যক্তিগত জীবনে উঁকিঝুঁকি দিওয়ার জন্য সাংবাদিকদের এমন হা ঘরে পনায় তিতিবিরক্ত অমিতাভ বচ্চন ঘরণী, অভিনেত্রী ও সাংসদ জয়া বচ্চন (Jaya Bachchan Spoke)) ক্ষোভ উগড়ে দিয়ে বলেছিলেন, তিনি সাংবাদিকদের ঘৃণা করেন। সেই আঁচ থাকতে থাকতে নাতনি নব্যা নাভেলি নন্দার পডকাস্টে (Pod Cast) জয়া জানালেন,তাঁর নাতনি যদি বিয়ে না করে সন্তানের জন্ম দেয়,তাহলে তাঁর আপত্তি নেই। নাতনি নব্যা কিছুদিন হল তাঁর নিজের পডকাস্ট “হোয়াট দ্য হেল নন্দা” শুরু করেছেন। সেখানে বচ্চনের নাতনি নব্যা তাঁর ঠাকুমা ও মা শ্বেতা বচ্চনের সঙ্গে আধুনিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। আর সেখানেই তিনি ওই বিস্ফোরক মন্তব্য করেছেন। জয়া পডকাস্টে আলোচনায় বলেছিলেন তাঁদের সময়ে তাঁরা কোনও পরীক্ষানিরীক্ষা করতে পারেননি। এবং একটা সম্পর্ক ভালোবাসা, টাটকা বাতাস ও বোঝাপড়ার মধ্যে আটকে থাকতো না। মানুষ তাঁর এমন কথায় আপত্তি জানাতেই পারে, তবে শারীরিক আকর্ষণ ও মিলটা খুবই গুরুত্বপূর্ণ।
তাঁদের সময়ে তাঁরা কোনও পরীক্ষানিরীক্ষা করতে পারেননি। তবে আজকের প্রজন্ম ওসবে গুরুত্ব সেভাবে দেয় না। কেন তাদের তা করা উচিত নয়। কারণ দীর্ঘস্থায়ী সম্পর্কের ক্ষেত্রে দায়ী। যদি শারীরিক সম্পর্ক ব্যাপারটা না থাকে,তাহলে তা বেশিদিন টিঁকতে পারে না। কারো ভালোবাসা, টাটকা হাওয়া ও বোঝাপড়ার ওপর টিঁকে থাকতে পারে না। জয়ার কথায়,কখনও কখনও এটাকে করুণার চোখে দেখা হয় ঠিকই, তবে…আজকের প্রজন্মের ছেলেমেয়েরা এমন ভাবনাকে গুরুত্ব দেয় না। তাঁরা কখনওই করতে পারেননি। ভাবতেই পারেননি। এমনকী শ্বেতার প্রজন্মও পারেনি। তবে নব্যা একেবারেই আলাদা। এরকম অভিজ্ঞতার মধ্যে গিয়ে তারা অপরাধবোধ করতে পারেন। তবে এটা খুবই ভুল। যেহেতু এখন আবেগের বড় অভাব, রোমান্টিসিজমেরও অভাব… তিনি মনে করেন নিজের প্রিয় বন্ধুকে বিয়ে করতে পারায় কোনও সমস্যা নেই। এ নিয়ে আলোচনাও করতে পারে। তবে সম্পর্ক রাখলেও সমাজের কথা ভেবে বিয়ে করা উচিত। যদি নব্যা বিয়ে না করে সন্তানের জন্ম দেয় তিনি কোনও আপত্তি করবে না।