Home Featured JAYLALITHA DEATH CASE: চিকিৎসা নিয়ে জয়ললিতার ক্ষোভপ্রকাশের অডিও ভাইরাল, তদন্তে নয়া মোড়

JAYLALITHA DEATH CASE: চিকিৎসা নিয়ে জয়ললিতার ক্ষোভপ্রকাশের অডিও ভাইরাল, তদন্তে নয়া মোড়

by Arpita Sardar
jayliltha death, viral audio clip, madraj high court, shashikala

মহানগর ডেস্কঃ এবার জয়ললিতা মৃত্যুর তদন্তে নয়া মোড়। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুর তদন্ত রিপোর্ট বিধানসভায় পেশ হবার পরেই একটি অডিও ক্লিপ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যে অডিও ক্লিপটি আসলে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার নিজের বলে দাবি করা হচ্ছে। সেখানে জয়ললিতাকে নিজের শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালেরই এক চিকিৎসাকর্মী অভিযোগ জানাতে শোনা যায়। একইসঙ্গে হাসপাতালের বেশ কিছু অব্যবস্থায় তাঁকে বিরক্ত হয়ে ক্ষোভপ্রকাশ করতেও শোনা যায়।

এর আগে ২০১৭ সালে জয়ললিতার চিকিৎসক রিচারড বিলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। সেখানে দেখা যায় জয়ললিতাকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে বলে জানিয়ে দেন চিকিৎসক। এ ব্যাপারে জয়ললিতা ঘনিষ্ঠ শশীকলাকেও অনুমতি দেন তিনি। পরে চিকিৎসার জন্য জয়ললিতাকে বিদেশ নিয়ে যাওয়া হয়নি। জয়ললিতার চিকিৎসায় তাঁর ঘনিষ্ঠ অনুগামী শশীকলার গাফিলতির কথা প্রকাশ করে মাদ্রাজ হাইকোর্টের তদন্ত কমিটির ৬০৮ পৃষ্ঠার একটি রিপোর্ট। সেই রিপোর্টই বিধানসভায় প্রকাশ করা হয়।

জয়ললিতার মৃত্যুর জন্য তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় গাফিলতির কথা অস্বীকার করেন শশীকলা। তিনি জানিয়ে দেন, যেকোনও রকম তদন্তের মুখোমুখি হতে তিনি রাজি। হাইকোর্টের তদন্তের রিপোর্টের সমালোচনাও করেন তিনি। পাশাপাশি জয়ললিতার মৃত্যু নিয়ে রাজনীতি হচ্ছে বলে দাবি করেন তিনি। একইসঙ্গে তিনি জানান, জয়ললিতার মৃত্যু নিয়ে কোনওরকম সন্দেহ নেই তা তামিলনাড়ুর জনগণ ভালভাবেই জানেন।

এদিকে তদন্ত কমিটির রিপোর্টে শশীকলার পাশাপাশি নাম উঠেছে তামিলনাড়ুর তৎকালীন মুখ্যসচিব রামমোহন রাওয়ের। তিনি অন্যায় কাজে লিপ্ত হয়েছিলেন বলে রিপোর্টে উল্লেখ রয়েছে। একইসঙ্গে জয়ললিতার মৃত্যুর সময়ে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার জন্য তৎকালীন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিজয়া বাস্কর এবং অ্যাপোলো হাসপাতালের চেয়ারম্যান প্রতাপ রেড্ডির বিরুদ্ধেও তদন্তের সুপারিশ করেছে কমিটি।

এই তদন্ত কমিটির রিপোর্ট আর তারই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া জয়ললিতার অডিও ক্লিপ সব মিলিয়ে তামিলনাড়ুর রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল তা বলাই বাহুল্য।

You may also like