Home Entertainment Jhilli : ধাপার মাঠের জীবনকে পর্দায় তুলে আনছে গৌতম পুত্র ঈশান, আন্তর্জাতিক ফেস্টিভাল মাতিয়ে ছবি এবার সামনের হলে

Jhilli : ধাপার মাঠের জীবনকে পর্দায় তুলে আনছে গৌতম পুত্র ঈশান, আন্তর্জাতিক ফেস্টিভাল মাতিয়ে ছবি এবার সামনের হলে

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : খুব দ্রুত আপনার কাছের প্রেক্ষাগৃহে আসতে চলেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ছবি ঝিল্লি। যার পরিচালনার দায়িত্ব সামলেছেন গৌতম ঘোষের পুত্র ঈশান ঘোষ। প্রযোজনা করেছেন বাবা গৌতম ঘোষ। আন্তর্জাতিকের মঞ্চ ঘুরে এবার দর্শকদের জন্য ছবিটিকে আনা হচ্ছে। সেখানে প্রযোজনার দায়িত্ব নিয়েছে এসভিএফ।

আমাদের এই শহরের বুকে কিছু মানুষ এবং পশু বাস করছে একসঙ্গে। কিভাবে প্রতিমুহূর্তে তাদের জীবন বদলে যাচ্ছে সেই গল্প তুলে ধরা হয়েছে ঝিল্লিতে। ধাপার মাঠে শুটিং হয়েছে পুরো ছবিটি। ইতিমধ্যে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়ে ছিল এই ছবি। সেখানে শ্রেষ্ঠ ছবির পুরস্কার জিতে নিয়েছে ঝিল্লি। এবার দর্শকদের জন্য এই ছবি হলে আসতে চলেছে ১১ নভেম্বর শুক্রবার।

ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে গৌতম ঘোষ জানিয়েছেন,’ নিজের ছেলে বলে বলছি না মাটি একটি অন্য ভাষা খুঁজে পেতে চেষ্টা করেছে’। ছবিতে দেখানো হয়েছে মানুষের দুঃখ কষ্ট এবং সহনশীলতার কথা। জীবনের নানা রঙের কথা। ছবিটি তড়িনো আন্তর্জাতিক ফেল ফেস্টিভালে দেখানো হয়েছে। ম্যামথ ফিল্ম ফেস্টিভালে মনোনয়ন পেয়েছে এই ছবি।

You may also like