Home Entertainment JIO : ফুটবল বিশ্বকাপ উপলক্ষে নতুন প্ল্যান আনল জিও

JIO : ফুটবল বিশ্বকাপ উপলক্ষে নতুন প্ল্যান আনল জিও

by Arpita Sardar
reliance jio, jio cinema, special data pack, football world cup

মহানগর ডেস্কঃ ফুটবল বিশ্বকাপ নিয়ে ঘরে ঘরে উন্মাদনা তুঙ্গে। শুক্রবার থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল। কাপ জিততে মরিয়া টুর্নামেন্টের সেরা ৮টি দল। এই কোয়ার্টার ফাইনালে জায়গা কোড়ে নিয়েছে মরক্কোর মত দেশও। বিশ্বকাপ দেখতে তৈরি ফুটবল প্রেমী মানুষ জন। রাতের পরে রাত জেগে বিশ্বকাপ ফুটবল উপভোগ করছেন মেসি – রোনাল্ডো – নেইমারের ভক্তরা। টিভি-র বদলে অনেক ফুটবল প্রেমীই মোবাইলে ম্যাচ উপভোগ করতে ব্যস্ত। মোবাইলে জিওসিনেমা (jiocinema) অ্যাপ থেকে সম্পূর্ণ বিনামূল্যে বিশ্বকাপ সম্প্রচার দেখা যাচ্ছে। নক আউট পর্যায়ের এই ম্যাচগুলি উপভোগ করার সুযোগ করে দিতে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে এবার নতুন প্রি পেইড প্ল্যান নিয়ে এলো রিলায়েন্স জিও। ২২২ টাকার ফুটবল বিশ্বকাপ ডেটা প্যাক প্ল্যান নিয়ে হাজির দেশের বৃহত্তম টেলিকম সংস্থা।

শুধুমাত্র প্রি পেইড গ্রাহকদের জন্য ২২২ টাকার ফুটবল বিশ্বকাপ ডেটা প্যাক নিয়ে এসেছে রিলায়েন্স জিও। এই প্যাক রিচারজ করে অতিরিক্ত ডেটা পাবেন জিও গ্রাহকেরা। এই প্যাক ব্যবহার করে দর্শকরা মোবাইলে সরাসরি ফুটবল দেখতে পাবেন।

২২২ টাকার ডেটা প্যাক রিচারজ করলে জিও গ্রাহকেরা মোট ৫০ জিবি ডেটা পাবেন। মাই জিও একাউন্টে এই অতিরিক্ত ডেটা দেখতে পাওয়া যাবে। খেলা দেখার সময় দৈনিক ডেটা ব্যবহারের সীমা অতিক্রান্ত হলে স্পিড কমে ৬৪ কেবিপিএস হয়ে যায়। সেক্ষেত্রে আর লাইভ স্ট্রিমিং সম্ভব হয় না। ২২২ টাকার রিচারজে যে অতিরিক্ত ৫০ জিবি ডেটা পাওয়া যাবে তা ওই সময়ে ব্যবহার করা যাবে। ফলত দৈনিক ডেটা শেষ হলেও খেলা দেখা সম্ভব হবে।

এই ডেটা প্যাকে প্রতি জিবি ডেটা ব্যবহারে খরচ হচ্ছে ৪.৪৪ টাকা। যে কোনও নিকটবর্তী রিটেল স্টোরে ভিজিট করে এই ডেটা প্যাক রিচারজ করা সম্ভব। চাইলে নিজের ফোন থেকে মাই জিও অ্যাপ থেকেও এই ডেটা প্যাক রিচারজ করা যাবে। এছাড়া পেটিএম, ফোন পে, গুগল পে, আমাজন পে ইত্যাদি পেমেন্ট অ্যাপগুলি ব্যবহার করে নিজের ফোন থেকেই এই ডেটা প্যাক রিচারজ করতে পারবেন।

You may also like