মহানগর ডেস্ক: এবার দেশ জুড়ে চালু হতে চলেছে ৫জি পরিষেবা। ইতিমধ্যেই কলকাতা ও দিল্লী সহ একাধিক শহরে এই পরিষেবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তারই মাঝে জিও (Jio) এক বড়সড় সিদ্ধান্ত নিয়েছে। যা কার্যত সাধারণের পকেট গড়ের মাঠ হতে চলেছে। ৪জি এর রিচার্জ প্ল্যানের সাথে চলা একাধিক সস্তার প্ল্যান বন্ধ করতে করে বাকি প্ল্যানে বড়সড় অদল বদল এনেছে সংস্থাটি। একটি দুটি নয়, একেবারে ১২ টি রিচার্জ প্ল্যান সরিয়ে দিয়েছে তারা। যার মধ্যে রয়েছে মাত্র ১৫১ টাকার প্ল্যান থেকে শুরু করে ৩১১৯ টাকার প্ল্যান।
বিশেষ বিষয় হলো যে, করোনা মহামারীর সময় থেকে Disney + Hotstar এ মন মজেছে উপভোক্তাদের। তাই এই প্ল্যানগুলোর সাথে টেলিকম সংস্থা গুলো বিনোদনের অংশ হিসাবে Disney + Hotstar এর প্ল্যানের সাথে চালু করে। কিন্তু 5জি আসতেই এরকম অনেকগুলো কমদামী সমস্ত প্ল্যান একসাথে বন্ধ করে দিয়েছে জিও।
দেখে নিন কোন ১২ টি রিচার্জ প্ল্যান বন্ধ করে দিয়েছে জিও।
রিচার্জ প্ল্যান:
১) ৪৯৯ টাকার রিচার্জ প্ল্যান
২) ৫৮৩ টাকার রিচার্জ প্ল্যান
৩) ৬০১ টাকার রিচার্জ প্ল্যান
৪) ৭৮৩ টাকার রিচার্জ প্ল্যান
৫) ৭৯৯ টাকার রিচার্জ প্ল্যান
৬) ১০৬৬ টাকার রিচার্জ প্ল্যান
৭)২৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান
৮)৩১১৯ টাকার রিচার্জ প্ল্যান
ডেটা প্ল্যান
১) Disney+Hotstar এর বিশেষ ৩৩৩ টাকার অফার প্ল্যান
২)৬৫৯ টাকার ডেটা অ্যাড অন
৩) ৫৫৫ টাকার ডেটা অ্যাড অন
৪) ১৫১ টাকার ডেটা অ্যাড অন
যদিও এখনও দুটি প্ল্যান উপলব্ধ রয়েছে Disney + Hotstar সমেত। কিন্তু সেই প্ল্যানগুলো অত্যন্ত দামী। বেশি দামের প্ল্যান অর্থাৎ ১৪৯৯ টাকার ও ৪১৯৯ টাকার রিচার্জ প্ল্যানে disney+hotstar রয়েছে। এই দুটির যেকোন একটি রিচার্জ করলে আপনি হটস্টারের প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন।