Home Uncategorized JNU PHD EXAM: জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রবেশিকা ৭ ডিসেম্বর থেকে

JNU PHD EXAM: জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রবেশিকা ৭ ডিসেম্বর থেকে

by Arpita Sardar

মহানগর ডেস্কঃ জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে পিএইচডি-র জন্য প্রবেশিকা পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। রেজিস্ট্রেশন শুরু হয়েছে গত ৩১ অক্টোবর থেকে। আগ্রহী প্রার্থীরা jnuexams.nta.nic.in এ গিয়ে আবেদন করতে পারেন। ৭ ডিসেম্বর থেকে এই পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১০ ডিসেম্বর। ২০ নভেম্বরের মধ্যে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

রেজিস্ট্রেশন ৩১ অক্টোবর থেকে ২০ নভেম্বর বিকেল ৫ টা পর্যন্ত । ফি জমা দেওয়ার শেষ তারিখ ২০ নভেম্বর রাত ১১ টা ৫০ মিনিট পর্যন্ত। আবেদনপত্র সংশোধন করা যাবে ২২ থেকে ২৪ নভেম্বর রাত ১১ টা ৫০ পর্যন্ত। অ্যাডমিট কার্ড ডাউনলোডের দিনক্ষণ পরে ঘোষণা করা হবে। পরীক্ষার তারিখ ৭,৮,৯ এবং ১০ তারিখ।

পরীক্ষার জন্য ধার্য করা হয়েছে মোট ২টি সেশন। প্রথম সেশন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। দ্বিতীয় অর্ধের পরীক্ষা হবে দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত।

আবেদন করার প্রক্রিয়াও প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। অফিসিয়াল ওয়েবসাইট jnuexams.nta.nic.in এ ক্লিক করতে হবে। এরপর স্ক্রল ডাউন করে JNUEE PHD 2022 Online Application Form এই লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর নতুন পেজ খুলে গেলেই নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে সাইন ইন করতে হবে। ফর্ম পুরণ করে ফি সাবমিট করে নথি আপলোড করতে হবে। এরপর সাবমিট করে ফর্ম ডাউনলোড করে নিলেই ফর্ম ফিল আপ প্রক্রিয়া শেষ হবে।

You may also like