মহানগর ডেস্ক: চার দিন আগেই করোনা (Corona) মুক্ত হয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। কিন্তু সূত্র অনুযায়ী, ফের করোনা আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউজের বিবৃতি অনুযায়ী, উপসর্গ না থাকলেও আইসোলেশনে রয়েছেন বাইডেন।
জানা গিয়েছে, আমেরিকার সময় অনুযায়ী শনিবার দিন মার্কিন প্রেসিডেন্টের অ্যান্টিজেন পরীক্ষা করা হয়েছে। আর তাতেই দেখা গিয়েছে, তাঁর শরীরে ফের থাবা বসিয়েছে করোনা। বাইডেনের ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, নতুন করে চিকিৎসার প্রয়োজন নেই প্রেসিডেন্টের। তাঁর বক্তব্য, প্রেসিডেন্টের শরীরে তেমন কোনও উপসর্গ নেই। সুস্থ রয়েছেন তিনি। কিন্তু আপাতত আগামী পাঁচ দিন আইসোলেশনে থাকতে হবে তাঁকে। উল্লেখ্য, করোনা থেকে মুক্তির পরই রোজ অ্যান্টিজেন পরীক্ষা হচ্ছিল বাইডেনের। যাতেই তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে।
An update from Dr. Kevin O’Connor, Physician to the President. pic.twitter.com/40oqYOYTQN
— The White House (@WhiteHouse) July 30, 2022
এদিকে কোভিডের দু’টি টিকা এবং দু’বার বুস্টার ডোজ নিয়েছেন তিনি। তারপরও দিন দশেক আগে করনায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সময় মৃদু উপসর্গ ছিল তাঁর। অল্প কয়েকদিনের মধ্যেই ফের আবার এই মারণ ভাইরাস থাবা বসিয়েছে তাঁর শরীরে। সাধারণত এই ধরনের ঘটনা খুব কম হয় বলে দাবি চিকিৎসকদের। প্রসঙ্গত, প্যাক্সলোভয়েড পদ্ধতিতে চিকিৎসা চলছিল তাঁর। যার পর ফের তাঁর করোনায় আক্রান্ত হওয়া অস্বাভাবিক বলে মনে করছে চিকিৎসক মহল।
একদিকে প্রথমে যখন তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন তখন রটে ছিল প্রেসিডেন্ট ক্যান্সারে আক্রান্ত। বিতর্ক তৈরি হতেই হোয়াইট হাউজ থেকে সমস্তটা খোলসা করে জানানো হয়েছিল। বলা হয়েছিল, প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার আগে স্কিন ক্যান্সারের চিকিৎসা করেছিলেন বাইডেন। এরপর এদিন তাঁর দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ার খবর মিললে কার্যত চিন্তায় পরেছেন চিকিৎসকরা। যদিওবা সুস্থ রয়েছেন জো বাইডেন।