মহানগর ডেস্ক : সৈম সিদ্দিকীর ছবি জয়ল্যান্ড জায়গা করে নিয়েছে অস্কারে। তবে পাকিস্তানি পরিচালকের এই ছবি জায়গা করতে পারল না নিজের দেশেই। পাকিস্তান অথরিটি সৈম সিদ্দিকীর এই ছবি পুরোপুরি ভাবে বয়কট করেছে। যদিও বিশ্বে এই ছবি সমালোচকদের মন জয় করে নিয়েছে। তবে ছবির বিষয়বস্তুকে নিয়ে যথেষ্ট আপত্তি রয়েছে পাকিস্তানের।
সূত্রের খবর অনুযায়ী মিনিস্ট্রি অফ ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং এই ছবিকে বয়কট করার আদেশ দিয়েছেন একটা দেশে। কারণ হিসেবে তিনি জানিয়েছেন এই ছবি নাকি দেশের সামাজিক মূল্য এবং ঐতিহ্যকে অপমান করেছে। শুধু তাই নয় তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন ছবিতে যে ধরনের জিনিস দেখানো হয়েছে তা সমাজে বিরূপ প্রভাব ফেলবে। সমাজের ধারাকে অক্ষুন্ন রাখার জন্য তিনি।
অন্যদিকে সিদ্দিকীর এই ছবি ইন্টারন্যাশনাল ফিচার ক্যাটাগরিতে মধ্যে মনোনীত হয়েছে। পাকিস্তানি ১৮ নভেম্বর এই ছবি মুক্তির ঘোষণা থাকলেও দেশের সর্বত্র এই ছবি বয়কট করার আদেশ দিয়েছেন ব্রডকাস্টিং মিনিস্ট্রি। তবে ছবি বয়কট হওয়ার পর থেমে থাকেননি সিদ্দিকীও। টুইট করেছেন,’ পাকিস্তান ইসলাম ধর্মীয় দেশ যেখানে কোন আইন, আইডিওলজি বিরুদ্ধাচরণ মানা হয় না’। তবে তিনি মনে করেন কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে এই ছবির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলে মিনিস্ট্রি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।