মহানগর ডেস্ক : গতকাল গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বলিউড গায়ক জুবিন নটিয়ালকে। সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছিলেন তিনি। হাতে ,মাথায় এবং পাঁজরে আঘাত লাগে তার। পর ভেঙে গিয়েছে তার হাত। এমনকি পাঁজরও ভেঙে গিয়েছে তার। হয়েছে অস্ত্রোপচার। তবে ঘটনার পর কেমন রয়েছেন গায়ক?
হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচারের পর সুস্থ রয়েছেন তিনি। এমনকি খেয়েছেন সকালের খাবার। গায়ক নিজে সোশ্যাল মাধ্যমে জানিয়েছেন,’ ধন্যবাদ সবার প্রার্থনার জন্য। ভগবান আমায় রক্ষা করেছেন। এবং তিনি রক্ষা করবেন। আমি একটু সুস্থ হলেই আমাকে ছেড়ে দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ তাদের প্রার্থনা এবং ভালোবাসার জন্য’। সেই সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছেন গায়ক।
তারপরেই সেই ছবিতে একে একে দ্রুত আরোগ্য কামনা করেছেন তার সহকর্মীরা। মন্তব্য করেছেন গায়ক তুলসী কুমার, কনিকা কাপুর, নীতি মহান এবং বাদশা। দীর্ঘ বছর ধরে বলিউডে একের পর এক হিট গান উপহার দিয়েছেন জুবিন। সম্প্রতি পুরস্কৃত হয়েছে তার রাতে লম্বিয়া গান। শেরশাহ ছবির গান চূড়ান্তভাবে হিট। এছাড়া কবীর সিং, মারজাবা একাধিক ছবিতে গান গেয়েছেন তিনি। সম্প্রতি গোবিন্দার নাম মেরা ছবির বানা শরাবি গানটিও গেছেন তিনি।