মহানগর ডেস্ক: ভরা এজলাসে খোদ সুপ্রিম কোর্টের বিচারপতিকে (Judge Of Supreme Court) “সন্ত্রাসবাদী” (Terrorist) বলে উঠলেন এক বিচারপ্রার্থী। অভাবনীয় ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য দেখা যায় এজলাসে। তার এহেন উক্তির প্রতিক্রিয়ায় আদালতের রেজিস্ট্রিকে বিচারপতি ওই বিচারপ্রার্থীকে শোকজ নোটিস ইস্যু করার নির্দেশ দেন। শোকজ নোটিসে তার কাছে জানতে চাওয়া হয় কেন বিচারপতিকে কলঙ্কিত করার জন্য তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে না। তার উক্তি কলঙ্কজনক বলে মন্তব্য করে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চ ওই ব্যক্তিকে জানায় তাকে কয়েকমাস জেলে পাঠানো হবে। তখন সে সব বুঝতে পারবে। অভিযুক্ত বিচারপ্রার্থীকে তীব্র ভর্ৎসনা করে বেঞ্চ জানায় কেউ সুপ্রিম কোর্টের বিচারপতির বিরুদ্ধে কোনও অভিযোগ করতে পারেন না।
শুক্রবার অভিযুক্ত বিচারপ্রার্থীর একটি আবেদনের শুনানি চলাকালীন বেঞ্চ এমন মন্তব্য করে। তার মামলার শুনানি দ্রুত করার জন্য শীর্ষ আদালতে আবেদন করেছিল ওই বিচারপ্রার্থী। শুনানি না হওয়ায় মেজাজ হারিয়ে ফেলে ওই ব্যক্তি। সেসময়ই সে ওই মন্তব্য করে বসে। তবে তার আইনজীবী বেঞ্চকে জানান তিনি বিচারপ্রার্থীকে ওই মন্তব্য করার জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা বলেছেন। এরপর অভিযুক্ত বিচারপ্রার্থী অবশ্য বেঞ্চের কাছে ক্ষমা চায়। জানায় সে অসম্ভব মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। জবাবে বেঞ্চ তার উক্তিকে কলঙ্কজনক আখ্যা দিয়ে বলে আদালত তাকে শোকজ নোটিস ইস্যু করবে কেন তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে না। শীর্ষ আদালতের বিচারপতি জানান শুনানি নিয়ে বিচারপতিদের কী করার আছে। এ জন্য কোনও বিচারপতিকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া কি কোনও পথ হতে পারে? তার দেশে বাস করে বলেই কী তার বিরুদ্ধে এমন মন্তব্য করা হয়েছে ? এটা মারাত্মক ঘটনা। শেষে বিচারপ্রার্থীর আবেদন খারিজ করে দেয় বেঞ্চ।
.