Home International KABIR SUMAN: বাংলাদেশের কবীর সুমনের কনসার্টে নিষেধাজ্ঞা

KABIR SUMAN: বাংলাদেশের কবীর সুমনের কনসার্টে নিষেধাজ্ঞা

by Arpita Sardar

মহানগর ডেস্কঃ কবীর সুমনের গান নিয়ে তৈরি হল জটিলতা। শুক্রবার বাংলাদেশের জাতীয় জাদুঘর মিলায়তনে গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের টিকিট বিক্রি হয়েছিল। অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন, তাঁদের সব প্রস্তুতি সম্পূর্ণ। এদিকে অনুষ্ঠানের ঠিক আগেই ঢাকা মহানগর পুলিশের তরফে জানানো হয়েছে, জাতীয় জাদুঘরে গানের অনুষ্ঠানের অনুমতি তাঁকে দেওয়া হচ্ছে না। পরিবর্তে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে তাঁকে গানের অনুমতি দেওয়া হয়। এমন হঠকারী সিদ্ধান্তে কার্যতই সমস্যায় পড়েন অনুষ্ঠানের আয়োজকরা।

জাদুঘরের প্রধান মিলনায়তনে ১৫-২১ অক্টোবর আধুনিক বাংলা গান ও খেয়ালের কনসার্ট ছিল কবির সুমনের। জীবনমুখী গানের অন্যতম কান্ডারি কবীর সুমনের বিখ্যাত গানের অ্যালবাম ‘তোমাকে চাই’। সেই গানেরই ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় ১৩ বছর পরে বাংলাদেশে গানের কনসার্ট এই জনপ্রিয় গায়কের।

অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন, গোটা অনুষ্ঠানের সব টিকিটই বিক্রি হয়ে গেছে। অথচ ঢাকা পুলিশ কমিশনারের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন তাঁরা। ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, জাদুঘরের মত অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এই কনসার্টের অনুমতি দেওয়া যায়না। পরিবর্তে অন্য জায়গায় সেই কনসার্টের অনুমতি মিলেছে।

এর আগে নব্বইয়ের দশকের শেষ ভাগে বাংলাদেশে এসে বিনা সাম্মানিকেই গান গেয়েছিলেন কবীর সুমন। সেই অনুষ্ঠানে টিকিট বিক্রির পুরো অর্থই তিনি দিয়েছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ তহবিলে। অথচ সেই জাদুঘরেই কবীর সুমনের অনুষ্ঠানকে এমন বাধা পেতে হল বলে ক্ষোভে ফুঁসছেন সুমন প্রেমীরা।

You may also like