Home Entertainment Kajol : নিজের নয়,বাবা মার পরিচয়তেই বিখ্যাত নায়সা, তবুও মেয়ের জন্য গর্ব করেন কাজল

Kajol : নিজের নয়,বাবা মার পরিচয়তেই বিখ্যাত নায়সা, তবুও মেয়ের জন্য গর্ব করেন কাজল

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : নিজে বলিউডে পা না রাখলেও জনপ্রিয়তার দিক থেকে কোন তারকার থেকে কম নেই তিনি। কাজল এবং অজয় দেবগনের মেয়ে নায়সা। তাকে ঘিরে নেট নাগরিকদের জল্পনার অন্ত নেই। তার ছবি সেটা নিজস্বী হোক কিংবা ভাইরাল। তাকে দেখার জন্য মুখিয়ে থাকেন তার অনুরাগীরা। যদিও শোনা গিয়েছিল আগামী বছর বলিউডে থাকবেন তিনি। যদিও সে ব্যাপারে কেউ কোন স্পষ্ট ধারণা দেননি। তার মেয়ের পরিচয় তার বাবা-মায়ের জন্যই। তারপরেও মেয়েকে নিয়ে এত মাতামাতি হতে দেখে গর্ব করেন কাজল।

তার জনপ্রিয়তা এতটাই যে রীতিমতো অটোগ্রাফ দিতে দিতে হাঁপিয়ে গিয়েছেন তিনি। প্রচারের আলোতে না থেকেও এই তারকা সন্তানের খ্যাতি কম কিছু না। অন্যদিকে কাজল তনুজা এবং সোমু মুখোপাধ্যায়ের মেয়ে। তিনিও ফিল্মি পরিবার থেকেই এসেছেন। কিন্তু এত কম বয়সে এত জনপ্রিয়তার মুখোমুখি হতে হয়নি তাকে। ধীরে ধীরে সিনেমা জগতে আসার পরেই এসেছে খ্যাতি। সেই জন্যই মেয়ের কারণে এতটা গর্বিত। শুধু তাই নয়, কাজল জানিয়েছেন সিঙ্গাপুরের অধিবাসীরাও নাইসার স্বাক্ষর নিতে এসেছেন।

প্রশ্ন উঠছে অন্তরে। তাহলে কি আগামী বছরই এই খ্যাতিকে কাজে লাগিয়ে বলিউডে আসতে চলেছেন তিনি? যদিও মা হিসেবে কাজল জানিয়েছেন, যদি তার ছেলে মেয়ে অভিনয় জগতে আসতে চান তাহলে অবশ্যই তিনি উৎসাহ দেবেন।

You may also like