Home Entertainment Kali Pujo 2022 : দীপাবলীর সকালে অন্য মুডে যশ নুসরাত,আনন্দ ভাগ করে নিলেন দক্ষিণ কলকাতার এক অনাথ আশ্রমের শিশুদের সঙ্গে

Kali Pujo 2022 : দীপাবলীর সকালে অন্য মুডে যশ নুসরাত,আনন্দ ভাগ করে নিলেন দক্ষিণ কলকাতার এক অনাথ আশ্রমের শিশুদের সঙ্গে

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : গোটা দেশ যেখানে দীপাবলীর উৎসবে মেতেছে সেখানে বাদ যাননি তারকারা। কেউ নিজের পরিবারের সঙ্গে আবার কেউ বন্ধু-বান্ধবের সঙ্গে পার্টি করে পালন করলেন দীপাবলি। তবে এ বছর অন্যরকম দীপাবলি কাটালেন যশ নুসরত। এই উৎসবের আনন্দ ভাগ করে নিলেন দক্ষিণ কলকাতার এক অনাথ আশ্রমের শিশুদের সঙ্গে।

কালীপুজোর সকালেই তারা পৌঁছে যান সেই অনাথ আশ্রমে। ঘুরে ঘুরে ফিরে কাটালেন দিন। কথা বললেন শিশুদের সঙ্গেও। শুধু তাই নয় প্রত্যেকের হাতে দীপাবলীর জন্য তুলে দিলেন বিশেষ উপহার। উপহারের তালিকায় ছিল বিস্কুট, সফট ড্রিঙ্ক ,চকলেট, প্রদীপ এবং আতশবাজি। সব মিলিয়ে দীপাবলিতে আশ্রম বাসীদের সঙ্গেই সময় কাটালেন তারা।

অন্যদিকে বলিউডে নিজের জমি শক্ত করতে মরিয়া যশ। মুক্তি পেয়েছে তার প্রথম বলিউড ছবির প্রথম ঝলক। যার প্রথম ঝলক নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন যশ।

You may also like