Home Entertainment Kamal Hasan : হাসপাতালে ভর্তি কমল হাসান, কেমন আছে এখন শরীর?

Kamal Hasan : হাসপাতালে ভর্তি কমল হাসান, কেমন আছে এখন শরীর?

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : গত বুধবার অভিনেতা কমল হাসানকে চেন্নাই এর এক হাসপাতালে ভর্তি করা হয়। জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শ্রী রামচন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সূত্রের খবর অনুযায়ী হাসপাতালে ভর্তি হয়ে মাত্র একদিন থাকতে হয়েছিল তাকে। তারপরে চিকিৎসকেরা তাকে ছেড়ে দিয়েছেন। যদিও দুদিনের সম্পূর্ণ বিশ্রামের আদেশ দিয়েছেন কমল হাসানকে।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম হাসপাতালে যোগাযোগ করলে জানানো হয় জ্বর নিয়ে তাকে ভর্তি হতে হয়েছিল। তবে আপাতত তিনি সুস্থ। বুধবার কমল হাসান তেলেগু পরিচালক কে বিশ্বনাথের হায়দ্রাবাদের বাড়িতে গিয়েছিলেন। সেখানে অভিনেতা তার থেকে আশীর্বাদ দেন এবং ইনস্টাগ্রামে সেই মুহূর্তের ছবি ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। তার কয়েক ঘণ্টা পর খবর আসে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য গত বছরেও হাসপাতালে ভর্তি করতে হয়েছিল কমল হাসানকে জ্বর নিয়েই। তবে সেক্ষেত্রে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। নিজেও যদিও সেই অসুস্থতার খবর টুইট করে জানিয়েছিলেন সবাইকে। লিখেছিলেন,’ আমেরিকা থেকে ফিরে সামান্য কাশি হয়েছিল। এরপর টেস্ট করানোই জানা যায় ইনফেকশন আছে। বর্তমানে আইসোলেশনে রয়েছি’।

এখনো পর্যন্ত কমল হাসানকে শেষবার পর্দায় দেখা গিয়েছে বিক্রম ছবিতে। এই একশন ট্রেলার ছবিতে রয়েছে বর্ষিয়ান অভিনেতা বিজয় সেতুপতি এবং ফাহাদ ফাজিল। বক্স অফিসে চূড়ান্ত সফলতা পেয়েছে এই ছবি। পাশাপাশি তার পাইপলাইনে রয়েছে একাধিক ছবি। যার মধ্যে ইন্ডিয়ান টু ছবিতে দেখা যাবে তাকে।

You may also like